(Source: Poll of Polls)
Euro 2020 Golden Boot: ইউরো কাপে গোল্ডেন বুটের মালিক হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
ইউরো কাপের গোল্ডেন বুটের মালিক হলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। টুর্নামেন্টে সর্বাধিক ৫টি গোল করেছিলেন তিনি। এছাড়াও ১টি অ্যাসিস্টও করেছেন রোনাল্ডো।
ওয়েম্বলি: ইউেরা কাপ জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছিল। কিন্তু ব্যক্তিগত সাফল্য পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবারের ইউরো কাপের গোল্ডেন বুটের মালিক হলেন পর্তুগিজ সুপারস্টার। টুর্নামেন্টের সর্বাধিক গোলস্কোরার হিসেবে ৫টি গোল করেছিলেন রোনাল্ডো।
রবিবার রাতে ইউরো কাপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইতালি। টাইব্রেকারে ম্যাচে জয় ছিনিয়ে নেয় আজুরিরা। এরপরই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোনাল্ডোর নাম গোল্ডেন বুট পুরস্কারের জন্য ঘোষণা করা হয়।
এবারের ইউরো কাপে মোট ৪টি ম্যাচে খেলেছেন রোনাল্ডো। কিন্তু এরমধ্যেই অনন্য কীর্তি গড়েছেন তিনি। এই মুহূর্তে বিশ্বে আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলের মালিক হলেন রোনাল্ডো। মোট ১০৯ গোল দেশের জার্সিতে করেছেন তিনি। ছুঁয়েছেন ইরানের আলি দায়িকে। তিনিও ১০৯ গোলের মালিক আন্তর্জাতিক ফুটবলে।
এবারের ইউরো কাপে রোনাল্ডোর গোলের সংখ্যা ৫। প্রথম ম্যাচে হাঙ্গেরির বিরুদ্ধে ২ গোল করেছিলেন। দ্বিতীয় ম্যাচে জার্মানির বিরুদ্ধে দল হারলেও নিজে ১টি গোল করেছিলেন রোনাল্ডো। এরপর গ্রুপ পর্বে তৃতীয় ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে পেনাল্টি থেকে ২ টি গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো। সেই গোল করার সঙ্গে সঙ্গেই সর্বাধিক গোলের মালিক হয়ে যান ক্রিশ্চিয়ানো।
বেলজিয়ামের বিরুদ্ধে এরপর যদিও হেরে যায় পর্তুগাল। ১-০ গোলে সেই ম্যাচে হারতে হয় রোনাল্ডোর দলকে। সেই ম্যাচে গোলও করতে পারেননি তিনি। তবে তাতেও টুর্নামেন্টের সর্বোচ্চ গোলস্কোরার হওয়ার থেকে কেউ আটকাতে পারল না তাঁকে। চেক প্রজাতন্ত্রের স্ট্রাইকার প্যাট্রিক সিচিকও সমসংখ্যক গোল করেছিলেন। কিন্তু রোনাল্ডো টুর্নামেন্টে অ্যাসিস্ট করেছিলেন ১টি। যেখানেই এগিয়ে রয়েছেন পর্তুগালের সুপারস্টার। কারণ চেক প্রজাতন্ত্রের স্ট্রাইকার কোনও অ্যাসিস্ট করেননি টুর্নামেন্টে।
সর্বাধিক গোল করার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ফ্রান্সের করিম বেঞ্জেমা। গতবারের বিশ্বকাপ জয়ী ফ্রান্স এবারের ইউরো কাপের শেষ আটেও উঠতে পারেনি। শেষ ষোলোর লড়াইয়ে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে টাইব্রেকারে হারতে হয় দেঁশর দলকে। তবে গোটা টুর্নামেন্টে বেশ ভালই ছন্দে ছিলেন বেঞ্জেমা।
উল্লেখ্য, টাইব্রেকারে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য ইউরো কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইতালি।