এক্সপ্লোর
Advertisement
ইংল্যান্ড সফরের আগে লোকচক্ষুর আড়ালে এনসিএ-তে একা অনুশীলন ধোনির
বেঙ্গালুরু: সামনে ইংল্যান্ড সফর। ভারতীয় ক্রিকেট দল তো বটেই, প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির কাছেও এই সফর চ্যালেঞ্জের। তার প্রস্তুতির জন্য সবার অলক্ষে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) একা অনুশীলন করছেন ধোনি। তিনি নেটে ১০০-রও বেশি বল খেলছেন। তার মধ্যে ৭০ শতাংশই থ্রো-ডাউন। এভাবেই ইংল্যান্ড সফরের জন্য তৈরি হচ্ছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
আগামী বছরের বিশ্বকাপের আগে কেরিয়ারের শেষপ্রান্তে পৌঁছে যাওয়া ধোনির এটাই হয়তো শেষ ইংল্যান্ড সফর হতে চলেছে। সেই সফরে সাফল্য চাইছেন তিনি। সেই কারণেই এভাবে প্রস্তুতি নিচ্ছেন। সচিন তেন্ডুলকরও একইভাবে কেরিয়ারের শেষ কয়েক বছর একা বান্দ্রা কুরলা কমপ্লেক্সে অনুশীলন করে তৈরি হতেন। ধোনি ঠিক সেটাই করছেন। তিনি শুক্রবার সীমিত ওভারের দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের সঙ্গে ইয়োইয়ো টেস্ট দেন। এরপর ভারত-আফগানিস্তান টেস্টের যেটি পঞ্চম দিন হওয়ার কথা ছিল, সেদিন তিনি এনসিএ-র নেটে থ্রো-ডাউন বিশেষজ্ঞ রঘু পেসার শার্দুল ঠাকুরকে নিয়ে নেমে পড়েন। টানা দু’ঘণ্টা ব্যাটিং করার পর সামান্য বিশ্রাম নিয়ে ফের অনুশীলন শুরু করেন ধোনি। এবার তাঁর সঙ্গে যোগ দেন সিদ্ধার্থ কউল। নেটে নকিংয়ের পাশাপাশি শর্ট বল খেলাও অনুশীলন করেন ধোনি। তিনি শার্দুলকে কাল্পনিক ফিল্ডিং সাজাতে বলেন। এরপর সেই অনুযায়ী শট খেলতে থাকেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
ক্রিকেট
জেলার
Advertisement