বার্সেলোনা: গত মরশুমে ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) ঐতিহাসিক ট্রেবলজয়ী দলের অধিনায়ক ছিলেন তিনি। তবে মরশুম শেষেই সিটিজেনদের সঙ্গে ইলকায় গুন্দোয়ানের (Ilkay Gundogan) চুক্তিও শেষ হয়েছে। নতুন মরশুমে নতুন লিগে খেলতে দেখা যাবে তাঁকে। জার্মান তারকা মিডফিল্ডার গুন্দোয়ানকে দুই বছরের চুক্তিতে সই করাল এফসি বার্সেলোনা (FC Barcelona)।

  


য়ুরগেন ক্লপের তত্ত্বাবধানে ২০১১-১২ মরশুমে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে বুন্দেশলিগা খেতা জেতেন গুন্দোয়ান। সেখানে তাঁর চুক্তি শেষ হওয়ার ম্যাঞ্চেস্টার সিটির হয়ে সই করেন গুন্দোয়ান। পেপ গুয়ার্দিওলা ম্যান সিটির দায়িত্ব নেওয়ার পরেই প্রথম খেলোয়াড় হিসাবে তাঁকে সই করান। তারপর সাত মরশুম জুড়েই একের পর এক সাফল্য। সিটিজেনদের হয়ে সাত মরশুমে পাঁচবার প্রিমিয়ার লিগ খেতাব জেতার পাশাপাশি চারটি লিগ কাপ, দুইটি এফএ কাপ জিতেছেন তিনি। সিটির প্রথম চ্যাম্পিয়ন্স লিগজয়ী দলের অধিনায়ক তিনিই। ইংল্যান্ডে তাঁর সময়কালে তিনি সিটির হয়ে ৬০টি গোলও করেছেন।


সেই গুন্দোয়ানকেই ২০২৫ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ করল স্পেনের লিগ খেতাবজয়ী বার্সেলোনা। অবশ্য ৩২ বছর বয়সি গুন্দোয়ানের চুক্তি আরও এক বছর বাড়ানোর বিকল্পও রয়েছে বটে। তাঁর বাই আউট ক্লজ ৪০০ মিলিয়ন ইউরো নির্ধারিত করা হয়েছে। সার্জিও বুস্কেতস গত মরশুম শেষেই বার্সালোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। কাতালান ক্লাবের সঙ্গে তাঁর চুক্তিশেষে তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছেন। প্রাক্তন সতীর্থ লিওনেল মেসির মতোই আসন্ন মরশুমে ডেভিড বেকহ্যামের মালিকাধীন ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলতে দেখা যাবে বিশ্বকাপজয়ী কিংবদন্তি মিডফিল্ডার বুস্কেতসকে। 


 






সম্ভবত তাঁর বদলি হিসাবেই গুন্দোয়ানের মতো অভিজ্ঞ ফুটবলারকে সই করিয়ে নিল বার্সা। গুন্দোয়ান কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড থেকে, ছয় নম্বর পজিশন, সব স্থানেই খেলতে দক্ষ। অতীতে একাধিকবার দলের সবথেকে প্রয়োজনের সময় তিনি গোল করে সিটিকে জিতিয়েওছেন। বার্সা সমর্থকরাও নিশ্চয়াই তাঁর থেকে তেমনটাই আশা করবেন। বুন্দেশলিগা ও প্রিমিয়ার লিগ খেতাব জিতে ফেলেছেন গুন্দোয়ান। এবার লা লিগা খেতাব জিততে পারেন কি না, সেটাই দেখার বিষয়।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: চুলের বৃদ্ধিতে সাহায্য করে কোন কোন বাদাম? কীভাবেই বা করে উপকার?