গোয়া: আইএসএল-এ ফের ধাক্কা খেল লাল-হলুদ শিবির। এফসি গোয়ার কাছে ১-০ গোলে হেরে গেল ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। প্রথমার্ধে নোয়া সাদাউয়ির গোলে ঘরের মাঠে তিন পয়েন্ট পেল এফসি গোয়া। খালি হাতেই ফিরতে হচ্ছে কার্লেস কুয়াদ্রাতের (Carles Cuadrat) ফুটবলারদের।


খাতায় কলমে এক গোলের ব্যবধান হলেও, ম্যাচে দাপট ছিল এফসি গোয়ারই (FC Goa)। বেশ কয়েকবার গোল করার মতো পরিস্থিতি তৈরি করে ফেলেছিল গোয়ার দল। অন্যদিকে, নিজেদের অর্ধেই ৯০ মিনিটের ম্যাচের বেশিরভাগ সময় কাটালেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। গোলের সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গলও। 


রবিবার, ১০ মার্চ কলকাতা ডার্বি। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে মাঠে নামবে ইস্টবেঙ্গল। তার আগে চাপে থাকল লাল-হলুদ শিবির। পরিকল্পনাহীন ফুটবলের খেসারত দিতে হল কুয়াদ্রাতের ছেলেদের। কলকাতা ছাড়ার সময় তিন পয়েন্ট আনার অঙ্গীকার নিয়ে গিয়েছিলেন কুয়াদ্রাত। কিন্তু এক পয়েন্টও পেলেন না লাল-হলুদ ফুটবলাররা। গোয়ার বিরুদ্ধে গোল করার কয়েকটি সুযোগ পেয়েছিলেন ইস্টবেঙ্গল ফুটবলারেরা। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না। ফলাফল, এ বারের আইএসএলে নবম হারের স্বাদ পেল ইস্টবেঙ্গল। অন্যদিকে, পাঁচ ম্যাচ পর আবার জয়ের সরণিতে ফিরল এফসি গোয়া।  


 





ম্যাচে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি এফসি গোয়া। গোলের একাধিক সহজ সুযোগ নষ্ট না করলে প্রথমার্ধেই অন্তত তিন গোলের ব্যবধানে এগিয়ে যেতে পারত গোয়া। ৪২ মিনিটে গোয়ার হয়ে ম্যাচের এক মাত্র গোলটি করেন নোয়া। যিনি ম্যাচের ১২ মিনিটে ইস্টবেঙ্গল গোলরক্ষক প্রভসুখন গিলকে একা পেয়েও গোল করার সুযোগ নষ্ট করেন। তবে গোটা ম্যাচে সেই ব্যবধান মিটিয়ে গোল পরিশোধ করতে পারেনি ইস্টবেঙ্গল।                                                                     


আরও পড়ুন: উৎকণ্ঠার মুহূর্তে পাশে দাঁড়িয়েছিলেন পূজারা, অশ্বিনের আচমকা বাড়ি ফেরার কারণ জানালেন স্ত্রী


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে