শিবাজিয়ান্সকে ৪-০ গোলে হারিয়ে ফেড কাপ অভিযান শুরু মোহনবাগানের

কটক: জয় দিয়ে ফেড কাপ অভিযান শুরু। কটকে ফেডারেশন কাপের প্রথম ম্যাচে শিবাজিয়ান্সকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিল মোহনবাগান। জোড়া গোল দুর্ধর্ষ বলবন্তের। গোল করেন ডাফি-জেজে। তিন পয়েন্ট নিয়ে গ্রুপ-শীর্ষে সবুজ-মেরুন। প্রথম থেকেই শিবাজিয়ান্স ডিফেন্সের গলায় ফাঁসের মত চেপে বসেছিল সবুজ মেরুন ফরোয়ার্ড লাইন। নর্দের নিখুঁত ফ্রি-কিক শিবাজিয়ান্স গোলকিপার আটকে দিলেও সাফল্য পেতে দেরি হল না। ২৪ মিনিটের মাথায় রাইট উইং থেকে সনির নিখুঁত ক্রস। অনবদ্য হেডারে জালে জড়িয়ে দিলেন বলবন্ত। দ্বিতীয়ার্ধে ডাফির হেডার ২-০-এ এগিয়ে দেয় সবুজ মেরুনকে। দুরন্ত শটে তৃতীয় গোল ফের বলবন্তের। আর, বদলি হিসেবে নেমে চতুর্থ গোল জেজের। ৪-০ ব্যবধানে জয়। পকেটে ৩ পয়েন্ট। নক আউটের পথে অনেকটা পা বাড়িয়ে রাখল সঞ্জয় সেনের ছেলেরা।






















