এক্সপ্লোর
Advertisement
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড, মালি
গুয়াহাটি ও মারগাও: মার্কিন যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে বিধ্বস্ত করে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড। হ্যাটট্রিক করলেন রিয়ান ব্রিউস্টার। অন্য ম্যাচে দু’বারের চ্যাম্পিয়ন ঘানাকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে চলে গেল গতবারের রানার্স মালি।
শনিবার গুয়াহাটিতে প্রথম কোয়ার্টার ফাইনালে আফ্রিকার দুই দেশের লড়াইয়ে ঘানাকে টেক্কা দেয় মালি। বৃষ্টিভেজা মাঠে শুরু থেকেই তারা দাপট দেখাচ্ছিল। ১৫ মিনিটের মাথায় প্রথম গোল করে দলকে এগিয়ে দেন হাদজি ড্রেম। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। ৬১ মিনিটে ব্যবধান বাড়ান ডেমুসা ত্র্যাওরে। ৭০ মিনিটে ঘানার হয়ে একটি গোল করে ব্যবধান কমান কুদুস মহম্মদ। তবে শেষপর্যন্ত আর গোল শোধ করতে পারেনি ঘানা। সেমিফাইনালে স্পেন ও ইরানের ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে খেলবে মালি।
ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র। ১১ মিনিটে ডান পায়ের শটে প্রথম গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন ব্রিউস্টার। তিন মিনিট পরেই ফের গোল করেন তিনি। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়েছিল ইংল্যান্ড। ৬৪ মিনিটে ব্যবধান বাড়ান মরগ্যান গিবস-হোয়াইট। ৭২ মিনিটে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে একটি গোল করেন জোসুয়া সার্জেন্ট। ইনজুরি টাইমের শেষদিকে লালকার্ড দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের সার্জিনো ডেস্ট। এরপরেই পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন ব্রিউস্টার। শেষ চারের লড়াইয়ে ইংল্যান্ডের প্রতিপক্ষ ব্রাজিল-জার্মানি ম্যাচের বিজয়ী দল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement