দোহা: আর্জেন্তিনার বিরুদ্ধে ম্যাচের আগের দিন বোমা ফাটালেন নেদারল্যান্ডসের কোচ লুইস ফান হাল (Louis Van Gaal)। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগের দিন যাঁর স্পষ্ট ঘোষণা, আর্জেন্তিনাকে হারিয়ে প্রতিশোধ নিতে চান। সেই সঙ্গে জবাব দিতে চান অ্যাঙ্খেল দি মারিয়াকে।



ফান হাল বলেছেন, 'আর্জেন্তিনা বিশ্বের অন্যতম সেরা দল। দারুণ সব প্লেয়ার রয়েছে। আমাদের জন্য আসল বিশ্বকাপ তো কাল শুরু। আগের ম্যাচগুলিকে ছোট করছি না। তবে আগে যে সমস্ত দলগুলির বিরুদ্ধে খেলেছি, এই আর্জেন্তিনা ও ব্রাজিল তাদের চেয়ে সম্পূর্ণ আলাদা।'


লুসেইল স্টেডিয়ামে ম্যাচ থাকলেই গ্যালারিতে দেখা যাচ্ছে নীল-সাদা ঝড়। ফান হাল বলছেন, 'আর্জেন্তিনার ৪০ হাজার সমর্থক আর আমাদের হয়তো এক হাজার সমর্থক থাকবে। তবে আমার ফুটবলাররা এসব সামলানোর মতো পেশাদার।'


২০১৪ সালে বিশ্বকাপের সেমিফাইনালে টাইব্রেকারে আর্জেন্তিনার কাছে হেরে বিদায় নিয়েছিল নেদারল্যান্ডস। সেই দলেরও কোচ ছিলেন ফান হাল। তাঁর কথায়, '২০১৪ সালের ওই ম্যাচের তিক্ত স্মৃতি আগামীকাল ভুলতে চাই।'


তারপরই ওঠে দি মারিয়ার সেই বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলার সময় ম্যানেজার ফান হালের সঙ্গে আর্জেন্তিনার তারকার বিবাদ চরমে ওঠে। দি মারিয়া বলেছিলেন, তাঁর কেরিয়ারের সবচেয়ে বাজে কোচ ফান হাল। যে প্রসঙ্গ উঠতেই প্রবীণ কোচ বলেছেন, 'দি মারিয়া একজন অসাধারণ ফুটবলার। ম্য়াঞ্চেস্টারে খেলার সময় ওর ব্যক্তিগত সমস্যা হয়েছিল। ওর বাড়িতে ডাকাতি হয়েছিল। ওর পারফরম্যান্সে তার প্রভাব পড়েছিল। ও যে আমাকে সবচেয়ে বাজে কোচ বলেছিল, সেই প্রসঙ্গে বলি, এরকম বড় একটা কেউ বলেনি আমায়। খুব দুঃখজনক ঘটনা এটা। এটা ও প্রকাশ্যে বলায় আমার ভাল লাগেনি।'


মেসিকে কার্ড দেখানো রেফারি দায়িত্বে?


দিয়েগো মারাদোনা (Diego Maradona) তখন সদ্য প্রয়াত। শোকস্তব্ধ গোটা ফুটবল বিশ্ব। বার্সেলোনার হয়ে মাঠে নেমে কিংবদন্তিকে শ্রদ্ধার্ঘ জানালেন লিওনেল মেসি (Lionel Messi)। কিন্তু বিষয়টা ভালভাবে নেননি রেফারি। আন্তোনিও মিগুয়্যেল মাতেও লাহোজ হলুদ কার্ড দেখান মেসিকে। যা নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল।


বিতর্কিত সেই স্প্যানিশ রেফারিই কোয়ার্টার ফাইনালে মেসিদের ম্যাচ পরিচালনা করবেন। লাইন্সম্যানের দায়িত্বে থাকবেন পাও সেব্রিয়ান ও রবার্তো দিয়াজ। চতুর্থ রেফারি ভিক্টর গোমস।



গ্রুপ পর্বে দুটি ম্যাচ খেলিয়েছিলেন মাতেও লাহোজ। কাতার বনাম সেনেগাল ও ইরান বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের ম্যাচও পরিচালনা করেছিলেন। তবে বিশ্বকাপের নক আউট পর্বে এই প্রথম খেলাবেন তিনি।


তবে এর আগে আর্জেন্তিনার একটি ম্যাচে রেফারি হিসাবে ছিলেন মাতেও। ২০১৬ সালে রিও অলিম্পিক্সে আর্জেন্তিনা-হন্ডুরাস ম্যাচ ১-১ গোলে শেষ হয়েছিল। সেই ম্যাচের রেফারি ছিলেন তিনি। 


তবে মাতেওর শিরোনামে উঠে আসা ২০২০ সালে। বার্সেলোনার হয়ে লা লিগায় ওসাসুনার বিরুদ্ধে গোল করে জার্সি খুলে ফেলেছিলেন মেসি। বার্সা জার্সির নীচে ছিল আর্জেন্তিনার নিউওয়েল'স ক্লাবের জার্সি। মারাদোনার স্মৃতির উদ্দেশে সেটি দেখাতেই রেফারি জার্সি খোলার অপরাধে হলুদ কার্ড দেখান মেসিকে। নিয়ম মতে তিনি ভুল করেননি। তবে অনেকেই মনে করেছিলেন, কিংবদন্তিকে শ্রদ্ধা জানানোর জন্য নিয়ম সামান্য শিথিল করতেও পারতেন তিনি।


আরও পড়ুন: পাকিস্তানে ইংরেজ ক্রিকেটারদের হোটেলের কাছে গুলির শব্দ, গ্রেফতার ৪