কলকাতা: তাঁকে নিয়ে দীর্ঘ দড়ি টানাটানি চলেছে। হয়েছে আইনি লড়াইও। তবে অবশেষে ইস্টবেঙ্গলেই (East Bengal) পাঁচ বছরের চুক্তিতে পাকাপাকি সই করলেন জাতীয় দলের তারকা ডিফেন্ডার আনোয়ার আলি (Anwar Ali)। রবিবার রাতেই তিনি তিলোত্তমায় পা দিয়েছিলেন। মঙ্গলবার, ১৩ অগাস্ট সরকারিভাবে আনোয়ারকে সই করানোর কথা ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। তবে কত টাকার বিনিময়ে তাঁকে দলে নেওয়া হল, সেই বিষয়ে লাল হলুদের তরফে কিছুই জানানো হয়নি।


মিনার্ভা অ্যাকাডেমি থেকে উঠে আসা আনোয়ার আলি ২০২২ সালের মার্চ মাসে জাতীয় দলের হয়ে নিজের অভিষেক ঘটান। ইতিমধ্যেই ব্লু টাইগার্সদের হয়ে ২২টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। ভারতের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ দলের অংশও ছিলেন তিনি। আইএসএলেও তাঁর ৪৬টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। গত মরশুমে চার বছরের লোনে তাঁকে মোহনবাগান সুপার জায়ান্ট সই করে। গত মরশুমে ২৬ ম্যাচে তিনটি গোলের পাশাপাশি একটি গোলের পাসও বাড়ান তিনি।


তাঁকে ছাড়া নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলে। তবে শেষমেশ সেই পর্বের সমাপ্তির পর ইস্টবেঙ্গলে সই করলেন বছর ২৩-র ডিফেন্ডার। লাল হলুদের হয়ে সই করে উচ্ছ্বসিত ডিফেন্ডার বলেন, 'আমি লাল হলুদ জার্সি গায়ে চাপাতে পেরে গর্বিত ও উচ্ছ্বসিত। কলকাতা বিমানবন্দরে আমি যে পরিমাণ ভালবাসা পেয়েছিলাম, তা ভাষায় ব্যক্ত করা যায় না। সমর্থকরা ইতিমধ্যেই আমায় প্রচুর ভালবাসা দিয়েছেন এবং সমর্থন জানিয়েছেন। আমি নিজের কেরিয়ারের সেরা বছরগুলি এই আইকনিক ক্লাব ও তাঁর সমর্থকদেরকে উৎসর্গ করতে চাই। মাঠে প্রতিটি ম্যাচে নেমেই দলের সমর্থকদের গর্বিত ও আনন্দিত করাই আমার লক্ষ্য।' 


জাতীয় দলের আরেক খেলোয়াড় আনোয়ারকে সই করিয়ে লাল হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাতও আনন্দিত। তিনি বলেন, 'আনোয়ার জাতীয় দলের খেলোয়াড় যার শীর্ষস্তরে খেলার অভিজ্ঞতা তো রয়েইছে, পাশাপাশি আমরা যেমন দল তৈরি করতে চাইছি, তেমন দলের জন্য ও একেবারে যোগ্য। নতুন দলে যোগ দেওয়ার জন্য খেলোয়াড়দের কোচের পরিকল্পনায় আস্থা রাখার দরকার। আমি খুশি যে এই মরশুমে বেশ কিছু তরুণ খেলোয়াড় আমাদের দলে যোগ দিয়েছে যারা মনে করে তারা ইস্টবেঙ্গলের সঙ্গে নিজেদের কেরিয়ারের পরবর্তী পদক্ষেপ নিতে পারবে।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: হার্দিকের সঙ্গে বিবাহবিচ্ছেদের আসল কারণ কী? নাতাশার কর্মকাণ্ডে মিলল আভাস!