নয়াদিল্লি: প্রথম দুই ম্যাচে দুইটিতেই জয়। কলম্বিয়া ইতিমধ্যেই কোপা আমেরিকার (Copa America 2024) গ্রুপ 'ডি' থেকে কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। খুব বড় অঘটনা না ঘটলে, সরকারিভাবে না হলেও, ব্রাজিলের পরের রাউন্ডে পৌঁছনোও প্রায় পাকা। তবে দুই দলই যে জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করতে আগ্রহী হবে, তা বলাই বাহুল্য। উপরন্তু, শীর্ষে শেষ করলে মেগা টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাওয়ার উপরি সম্ভাবনাও রয়েছে। তাই ব্রাজিল-কলম্বিয়া (BRA vs COL) ম্যাচের দিকে কিন্তু সকলেরই নজর থাকবে। 


ব্রাজিল-কলম্বিয়া ম্য়াচে লড়াইটা অবশ্য গ্রুপ শীর্ষে থাকা বা শুধু জয়ের জন্য নয়, লড়াইটা সম্মানেরও। এক দশক আগে বিশ্বকাপ ব্রাজিল বনাম কলম্বিয়া কোয়ার্টার ফাইনালে একে অপরের মুখোমুখি হয়েছিল। ম্যাচে ফুটবলের থেকে দুই দলের শারীরিক লড়াই বেশি করে হেডলাইন কেড়ে নেয়। নেমার চোট পেয়ে মাঠ ছাড়েন, হামেস রডরিগেজ়ের বিরুদ্ধে সেলেসাওদের অতিআক্রমণাত্মক মনোভাব দেখেও অনেকে ভ্রু কুঁচকেছিলেন। তারপর এক দশক ধরে লাতিন আমেরিকার দুই দলের একাধিক ম্যাচে এই লড়াইয়ের রেশ দেখা গিয়েছে। 


তবে মহাদ্বৈরথের আগে ব্রাজিলিয়ান কোচ দোরিভাল জুনিয়র কিন্তু কলম্বিয়া দলকে ভূয়সী প্রশংসায় ভরালেন। এমনকী ব্রাজিল নয়, আর্জেন্তিনা, উরুগুয়ের পাশে কলম্বিয়াকে খেতাব জয়ের সবথেকে বড় দাবিদারের তকমাও দিলেন। 'হয়তো এটাই প্রথম কোপা যেখানে আমরা ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামিনি। এটাই সত্যি। আমাদের বর্তমান ফলাফলল গুলিকে অস্বীকার করার কোনও জায়গা নেই।'


দোরিভাল যে ভুল নন এবং ব্রাজিলের চ্যালেঞ্জটা যে একেবারেই সহজ হবে না, তা কলম্বিয়ার সাম্প্রতিক রেকর্ডই প্রমাণ করে দেয়। ২০২২ সালের ১ ফেব্রুয়ারি থেকে হামেসদের অপরাজিত দৌড়ই প্রমাণ করে দেয়। সেই সময়কালে কলম্বিয়া ২২টি ম্যাচ খেলে ১৭টিতে জয় পেয়েছে এবং পাঁচটি ম্যাচ ড্র করেছে। ব্রাজিলের বিরুদ্ধে নিজেদের শেষ ম্যাচ কিন্তু কলম্বিয়াই জয় পেয়েছিল। লিভারপুল তারকা লুইস ডিয়াজ়ের জোড়া গোলে সেলেসাওদের ২-১ গোলে পরাজিত করে কলম্বিয়া। এবার কি সেই হারের বদলা নিতে পারবে ব্রাজিল? না ম্যাচ শেষে জয়ের হাসি হাসবেন হামেসরা? সেটাই দেখার বিষয়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: রোনাল্ডোর 'দুঃস্বপ্নের' রাতে দিয়েগো কোস্তার ইতিহাস, ইউরোর শেষ আটে পর্তুগাল