EB vs MB: ডুরান্ডের ডার্বির পারদ চরছে, কবে থেকে পাওয়া যাবে টিকিট, কোথা থেকেই বা নেবেন?
Durand Cup: অফলাইনেও টিকিট কাটা যাবে। তবে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে ডার্বির টিকিট কেনার ক্ষেত্রে। আগামী ১৬ আগস্ট অফলাইনের টিকিট দেওয়া শুরু হবে।

কলকাতা: আগামী ১৭ আগস্ট মরশুমের দ্বিতীয় ডার্বি হতে চলেছে। কলকাতার যুবভারতীয় ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান সুপারজায়ান্ট (Mohun Bagan Supergiant) মুখোমুখি হতে চলেছে। অনলাইনে টিকিট তো পাওয়া যাবেই, এছাড়া অফলাইনেও টিকিট কাটা যাবে। তবে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে ডার্বির টিকিট কেনার ক্ষেত্রে। আগামী ১৬ আগস্ট অফলাইনের টিকিট দেওয়া শুরু হবে।
১৭ আগস্ট রবিবার সন্ধে ৭টা থেকে শুরু চিরপ্রতিদ্বন্দ্বী ডার্বি। তার আগের দিন ১৬ আগস্ট শনিবার সকাল ১১ থেকে ডার্বির টিকিট পাওয়া যাবে অফলাইনে। কিন্তু কোথা থেকে পাওয়া যাবে জানেন? ডার্বির টিকিট পাওয়া যাবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান অ্যাথলেটিক্স ক্লাবের বক্স অফিস থেকে পাওয়া যাবে। তবে এক্ষেত্রে নিয়ম রয়েছে। একজন ব্যক্তি সর্বোচ্চ ২ টো টিকিটই কাটতে পারবেন। এর বেশি টিকিট কেউ কাটতে পারবেন না।
রবিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে চলতি ডুরান্ড কাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে দেখা যাবে মরশুমের প্রথম কলকাতা ডার্বি। ওই দিন সন্ধ্যা সাতটায় মুখোমুখি হবে গতবারের রানার্স আপ ও আইএসএলের জোড়া খেতাবজয়ী মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসি, যারা গত ডুরান্ড কাপেও কোয়ার্টার ফাইনালে উঠে হেরে গিয়েছিল।
🚨 𝐈𝐌𝐏𝐎𝐑𝐓𝐀𝐍𝐓 𝐍𝐎𝐓𝐈𝐂𝐄 🚨#TicketSale #EEBFCMBSG #QF4 #KolkataDerby #134thEditionofIndianOilDurandCup #PoweredBySBIandCoalIndia #DurandCup2025 #ManyChampionsOneLegacy #IndianFootball pic.twitter.com/fxID7QcOeD
— Durand Cup (@thedurandcup) August 13, 2025
ওই ম্যাচের আগে রবিবার বিকেলে তৃতীয় কোয়ার্টার ফাইনালে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসি মুখোমুখি হবে কলকাতারই অপর দল ডায়মন্ডহারবার এফসি-র। বিকেল চারটেয় এই ম্যাচটি হবে। মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় কোয়ার্টার ফাইনাল লাইন-আপ প্রকাশ করে ডুরান্ড কাপের আয়োজকেরা। শনিবার প্রথম কোয়ার্টার ফাইনালে শিলং লাজং এফসি-র মুখোমুখি হবে ইন্ডিয়ান নেভি বা নৌ সেনা দল। শিলংয়ের নেহরু স্টেডিয়ামে বিকেল চারটেয় এই ম্যাচটি হবে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে সন্ধে সাতটায় কোকরাঝাড় সাই স্টেডিয়ামে বোড়োল্যান্ডের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড।
সোমিফাইনালে ওঠার লড়াইয়ের এই সূচি প্রকাশিত হওয়ায় নিশ্চিত ভাবে বলা যায় যে, কলকাতার দুই প্রধান ক্লাবের একটিকে এই পর্ব থেকেই ছিটকে যেতে হবে। কোনও একটি দলের ডুরান্ড কাপ জয়ের স্বপ্ন রবিবার রাতেই শেষ হয়ে যাবে। তবে আর এক প্রধানের চ্যাম্পিয়ন হওয়ার রাস্তা অবশ্যই খোলা থাকবে। তবে সেই রাস্তাও বেশ কঠিন হতে চলেছে।























