কলকাতা: দিনটা ছিল ১৮ই অগাস্ট। ঠিক ২ মাস আগে। নিরাপত্তার কারণ দেখিয়ে, যুবভারতী স্টেডিয়ামে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের (East Bengal vs Mohun Bagan) ডুরান্ড কাপের ডার্বি বাতিল করেছিল পুলিশ।

কিন্তু আবেগকে কি কেউ বাঁধতে পারে? আর জি কর মেডিক্য়াল কলেজের তরুণী চিকিৎসকের জন্য় সেদিন এক হয়েছিল ময়দানের তিন প্রধান। বিচারের দাবিতে কাঁধে কাঁধ মিলিয়ে গলা ফাটিয়েছিলেন ইস্টবেঙ্গল-মোহনবাগানের সমর্থকরা। সঙ্গ দিয়েছিলেন ময়দানের আর এক প্রধান মহমেডানের অনুরাগীরাও। স্লোগান উঠেছিল... ঘটি বাঙালের এক স্বর, জাস্টিস ফর আর জি কর।


২ মাসের মাথায়, শনিবার আরও একটা ডার্বি। ISL-এর ডার্বিতে আবার মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ম্য়াচ সেই যুবভারতী স্টেডিয়ামেই। এবারও ম্য়াচ শুরুর আগে আর জি কর কাণ্ডে বিচারের দাবিতে ঐক্য়বদ্ধ হবেন ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকরা। তাঁদের দাবি, এই ডার্বি... দ্রোহের ডার্বি।

শনিবার সন্ধে সাড়ে ৭টায় ম্য়াচ শুরু হবে। তার আগে, বিকেল পাঁচটায়, সল্ট লেক স্টেডিয়ামকে মাঝখানে রেখে, একদিকে উল্টোডাঙা, অন্য় দিকে রুবির অভিমুখে মানববন্ধন কর্মসূচি করবেন দুই প্রধানের সমর্থকেরা।

ইস্টবেঙ্গল সমর্থক সৌরীশ পাল বলছেন, 'আবার একযোগ হচ্ছি। মানববন্ধন করব। নির্যাতিতার জন্য় আমাদের এই আন্দোলন জারি থাকবে।' শুধু মানববন্ধনই নয়, ফুটবল সমর্থকরা জানাচ্ছেন, কালো ব্য়াজ পরে, কালো পতাকা হাতে, যুবভারতীতে আসবেন তাঁরা। দ্রোহের ডার্বিতে, ম্য়াচের হাফ টাইমে স্টেডিয়ামেই প্রতিবাদ জানানোর পরিকল্পনা রয়েছে তাঁদের।

মোহনবাগান সমর্থক সুরঞ্জন মুখোপাধ্য়ায়ের কথায়, 'আগের বার পুলিশের জন্য় ডার্বি হয়নি। আবার পুলিশ দিয়ে আমাদের আটকেছিল। এবার মাঠেও খেলা হবে। মাঠের বাইরেও খেলা হবে। মানববন্ধন করে আর জি কর কাণ্ডের প্রতিবাদ জানাব আমরা। ন্যায় বিচারের দাবিও জানাব।'

গত অগাস্টের ম্য়াচে, আরজি কর-কাণ্ডের প্রতিবাদ জানাতে, মাঠে, বিভিন্ন টিফো, পোস্টার, ব্যানার-ফেস্টুন নিয়ে আসার কথা ছিল ফুটবল প্রেমীদের। কিন্তু, স্টেডিয়ামে পর্যাপ্ত পুলিশ দেওয়া যাবে না বলে জানায় বিধাননগর কমিশনারেট। ডার্বি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও, পর্যাপ্ত পুলিশ দেওয়া যাবে না বলে যে ম্য়াচ বাতিল করা হয়, সেখানে, ফুটবল প্রেমীদের জমায়েত রুখতে দেখা যায় অসংখ্য় পুলিশকে।

স্টেডিয়ামের বাইরে আবেগের বিস্ফোরণ...লাঠিচার্জ...প্রিজন ভ্য়ানের সামনে শুয়ে পড়া...প্পিজন ভ্য়ানে তোলা...প্রিজন ভ্য়ানের দরজা খোলা....বেরিয়ে আসা। এবার অবশ্য়, ফুটবল প্রেমীরা জানিয়ে দিয়েছেন, তাঁদের হাতে থাকবে ব্য়ানার-পোস্টার-ফেস্টুন।


আরও পড়ুন: আইপিএল নিলামে দিল্লির টেবিলে থাকছেন সৌরভ, ২০২৭ সালে ফিরবেন ডিরেক্টর পদে?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।