নয়াদিল্লি: ফুটবলের সর্বকালের সেরা ফুটবলারের নাম কি? এই প্রশ্ন করা হলে লিওনেল মেসির (Lionel Messi) নাম অবধারিতভাবে উঠে আসবে। নিজেদের পেশাদার জীবনের জন্য 'এলএম১০' যতটাই প্রচারের আলোয় থাকেন, ব্যক্তিগত জীবনে ততটাই সেই প্রচার থেকে দূরে থাকার পক্ষপাতি আর্জেন্তাইন। তবে এবার তিনি নিজের ব্যক্তিগত জীবনের জন্যই শিরোনামে।
মেসি ও আন্তোনেলা রোকুজ়োর প্রেমকাহিনীর বিষয়ে সকলেই অবগত। টিনএজার হিসাবে ২০০৮ সাল থেকে দুইজনে প্রায় এক দশক ডেট করার পর ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তারকা দম্পত্তির তিন ছেলেও রয়েছে। ব্যক্তিগত জীবনে মেসির সঙ্গে অন্য কোনও মহিলার নাম তেমনভাবে জড়ায়নি। তবে কিছুদিন আগেই আর্জেন্তাইন এক সাংবাদিকের সঙ্গে মেসির সম্পর্কের গুঞ্জন শোনা যায়। আর্জেন্তিনার বিশ্বজয়ের পর মেসির সঙ্গে সোফি মার্তিনেজ়ের (Sofi Martinez) আবেগঘন সাক্ষাৎকার ভাইরাল হওয়ার পরেই এই সম্পর্কের জল্পনা শুরু হয়।
সেই নিয়ে এবার মুখ মার্তিনেজ় সরাসরি অনুরাগীদের দিকেই গুজব ছড়ানোর জন্য আঙুল তুললেন। অতীতে মার্তিনেজ়় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে মেসির স্ত্রী এমন কোনওরকম গুজব ছড়াননি এবং কোথা থেকে এটা ছড়ায়, তাঁর কোনও ধারণা নেই। মার্তিনেজ় দাবি করেন গোটা বিষয়টা তাঁর এবং তাঁর পরিবারকে সমস্যায় ফেলে।
তিনি বলেন, 'অনেক সময় আপনি যখন প্রচারের আলোয় আসেন, তখন তার সঙ্গে এমন কিছু জিনিস আসে যা স্বাস্থ্যকর হয় না। এর জেরে আমার পরিবারকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। এই বছর তো লোকজন আরও বেশি বেশি করে এই বিষয়ে কথাবার্তা বলতে শুরু করে। না না ধরনের প্রশ্ন করা হয়। আমি এমন একটা বিষয়ের মাঝে ফেঁসে গিয়েছি যার ব্য়াখা দিতেও আমার জঘন্য লাগে। সত্যি বলতে এটা কোথা থেকে ছড়িয়েছে আমি কিচ্ছু জানি না।'
মেসির স্ত্রী আন্তোনেলার সঙ্গেও তিনি একবার বেরিয়েছিলেন এবং তাঁদের সম্পর্ক বেশ ভাল এবং আন্তোনেলা ও মেসির পারিবারিক জীবনকে তিনি শ্রদ্ধা করেন বলেই জানান সোফি। মার্তিনেজ় যে ফের একবার স্পষ্টভাবে তাঁর ও মেসির সম্পর্কের গুঞ্জন খণ্ডন করে দিলেন, তা বলাই বাহুল্য। এই সাক্ষাৎকারের পর এই গুজব অবশেষে সমাপ্ত হয় কি না, এবার সেইটাই দেখার বিষয়।
আরও পড়ুন: এবার ফুটবল জগতে পদার্পন করবেন ইলন মাস্ক? প্রিমিয়ার লিগের ক্লাব কেনার বিষয়ে মুখ খুললেন তাঁর বাবা