নয়াদিল্লি: ইউরোপের সেরা ফুটবল ক্লাব টুর্নামেন্ট, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) জয়ের ধারা অব্যাহত। মাত্র তৃতীয় দল হিসাবে নাগাড়ে দশটি ম্যাচ জিতে নিল পেপ গুয়ার্দিওলার দল। প্রথমার্ধের দাপুটে পারফরম্যান্সেই কোপেনহেগেনকে কার্যত উড়িয়ে দিল ম্যান সিটি। ৩-১ স্কোরলাইনে জয় পেল ম্যাঞ্চেস্টার সিটি। পৌঁছে গেল শেষ আটে। অপরদিকে, ঘরের মাঠে আরবি লাইপজিঙের বিরুদ্ধে ১-১ ড্র করেও কোয়ার্টার ফাইনালের টিকিট পাকা করল রিয়াল মাদ্রিদ (Real Madrid)।


প্রথম লেগে ৩-১ জয়ের পর ম্যান সিটি টাইয়ে অনেকটাই এগিয়ে গিয়েছিল। ম্যান সিটির হয়ে ম্যানুয়েল আকাঞ্জি পঞ্চম মিনিটে গোল করলে জয়ের সম্ভাবনা আরও বৃদ্ধি পায়। নয় মিনিটের মাথায় সিটির হয়ে জুলিয়ান আলভারেজ় ম্যাচের দ্বিতীয় এবং লেগের পঞ্চম গোল করার পর পেপ গুয়ার্দিওলার দলের জয় ছিল সময়ের অপেক্ষা মাত্র। আর্জেন্তাইন তরুণের দূরপাল্লার শট দস্তানাবদ্ধ করতে পারেননি কোপেনহেগেন গোলরক্ষক। এর আগেই অবশ্য রদ্রি হেডার বারে লাগে।


অবশ্য ম্যাচের সেরা গোলটি আসে কোপেনহেগেনের মহম্মদ এলইউনুসির পা থেকে। ম্যাচের ২৯ মিনিটে তিনি সিটির লিড অর্ধেক করেন। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগে সিটি আরও একটি গোল করে। স্টপেজ টাইমের তিন মিনিটে সিটির হয়ে ম্যাচে তৃতীয়বার বল জালে জড়িয়ে দেন আরলিং হালান্ড। প্রথমার্ধে চার গোল হলেও, দ্বিতীয়ার্ধে আর কোনও গোল হয়নি। সিটির পক্ষে ম্যাচে ৩-১ ও টাইয়ে ৬-২ খেলা শেষ হয়। এই নিয়ে টানা সপ্তমবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছল সিটিজেনরা। ঘরের মাঠে ৩০টি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে অপরাজিত থাকার মাইলফলকও স্পর্শ করল তারা।  


অপরদিকে, জার্মান ক্লাবের বিরুদ্ধে রিয়াল মাদ্রিদ নিজেদের ঘরের মাঠে প্রথম গোলটা করে ৬৫ মিনিটে। প্রথমার্ধ গোলশূন্যই শেষ হলেও, জুড বেলিংহ্যাম এবং ভিনিসিয়াস জুনিয়ারের যুগলবন্দিতে লস ব্লাঙ্কোসকে ম্যাচে এগিয়ে দেয়। নিজের অর্ধে বল পেয়ে বেলিংহ্যাম দুরন্ত রান নেন। তারপর ব্রাজিলিয়ান তারকার জন্য ঠিকানা লেখা পাস বাড়ান ইংল্যান্ড তারকা। ব্রাজিলিয়ান তারকা মাথা ঠান্ডা রেখে বল জালে জড়িয়ে দেন। তিন মিনিট পরেই অবশ্য লাইপজিঙের হয়ে উইলি ওরবান ম্যাচে সমতা ফেরান। তবে ম্যাচে সমতায় ফিরলেও, টাইয়ে শেষমেশ সমতায় ফিরতে পারেনি জার্মান ক্লাবটি। শেষ আটে পৌঁছয় টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল।    


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে  


আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে বায়ার্ন, পিএসজি, জোড়া গোল কেন, এমবাপের