কলকাতা: ফের একবার ডুরান্ড জয়ের (Durand Cup 2024) হাতছানি মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) সামনে। গত মরশুমে ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড ট্রফি ঘরে তুলেছিল সবুজ মেরুন বাহিনী। এবার তাদের সামনে ১৮ নম্বর বার খেতাব জিতে নয়া নজির গড়ার হাতছানি। অপরদিকে নর্থইস্ট ইউনাইটেডও (NorthEast United) নিজেদের ঘরে বহুদিনের কাঙ্খিত ট্রফি তুলতে আগ্রহী। শনিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে কোন দল শেষ হাসি হাসবে, সেটা সময়ই বলবে। তবে দুই দলের এখনও পর্যন্ত যা পারফরম্যান্স, তাতে এক হাড্ডাহাড্ডি ম্যাচ হওয়ার প্রবল সম্ভাবনা।


পাঞ্জাব এফসি এবং বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে তাদের নকআউট ম্যাচগুলিতে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল গতবারের চ্যাম্পিয়নরা। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে পেনাল্টি শুট আউটে জয়লাভ করে তারা। ফর্মে থাকা নর্থইস্ট দলের বিরুদ্ধেও তাদের কঠিন পরীক্ষা দিতে হবে। পুরো টুর্নামেন্ট জুড়েই তারা আক্রমণাত্মক ও আগ্রাসী ফুটবল খেলে। কোয়ার্টার ফাইনালে ইন্ডিয়ান আর্মিকে ২-০ এবং সেমিফাইনালে শিলং লাজংকে ৩-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে তারা। 


শনিবার ঘরের মাঠে সমর্থকদের পাশে পাবে মোহনবাগান। তাদের স্প্যানিশ কোচ হোসে মোলিনা এই হোম অ্যাডভান্টেজ সম্পর্কে বলেন, 'সমর্থকদের পাশে পাওয়া খুবই ভাল খবর। তবে মাঠে এগারোজন খেলোয়াড় বিপক্ষের এগারোজন খেলোয়াড়ের মুখোমুখি হবে। তাই ঘরের মাঠে খেলা সে রকম সুবিধাজনক হবে বলে মনে হয় না। হোম সাইড হিসেবে বরং আমাদের ওপরই বেশি চাপ থাকবে। আমাদের খেলোয়াড়রা অবশ্য সেই চাপ সামলানোর ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞ।'


মোহনবাগানের তারকা ফরোয়ার্ড গ্রেগ স্টুয়ার্ট বলেন, 'আমি সমর্থকদের সামনে খেলার জন্য কিছুটা হলেও চাপে থাকব। কারণ, এটা মরণ-বাঁচন ম্যাচ। নর্থইস্টের মতো খুব ভাল দলের বিপক্ষে বেশ কঠিন ম্যাচ হতে চলেছে আগামীকাল।' অন্যদিকে, নর্থইস্টের প্রধান কোচ হুয়ান পেদ্রো বেনালি কলকাতার দর্শকদের সামনে খেলা নিয়ে বেশ রোমাঞ্চিত। তিনি বলেন, 'এত চমৎকার দর্শকদের সামনে কলকাতায় খেলা দারুণ অভিজ্ঞতা হতে চলেছে। আমাদের হারানোর কিছু নেই। আমরা ভাল ফুটবল খেলেছি এবং এমন অসাধারণ দর্শক, দুর্দান্ত শহর এবং অসাধারণ মানুষের সামনে আমাদের সেরাটা দিতে এসেছি।' 


সবুজ-মেরুন বাহিনীর গোলরক্ষক বিশাল কায়েথ দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং ফাইনালেও দলের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন। দিমিত্রিয়স পেত্রাতোস, গ্রেগ স্টুয়ার্ট, জেসন কামিংস, লিস্টন কোলাসো, সাহাল আব্দুল সামাদ এবং মনবীর সিংহের তারকা খচিত আক্রমণ বিভাগ নর্থইস্ট ইউনাইটেডের কাছে চিন্তার বিষয় হয়ে উঠতে পারে।


যদিও বেনালির দলের রক্ষণ বিভাগ বেশ শক্তিশালী। তাদের রক্ষণের নেতৃত্বে তাদের অধিনায়ক মিশেল জাবাকো এবং মরোক্কোর হামজা রেগ্রাগি, যারা সারা টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করেছেন। অথচ গত দুটি নকআউট ম্যাচেই পাঁচটি গোল হজম করেছে মোহনবাগান। প্রতিপক্ষের শক্তিশালী আক্রমণ বিভাগের বিরুদ্ধে সবুজ-মেরুন রক্ষণও কম চাপে থাকবে না। তার ওপর গত ম্যাচে চোট পাওয়া অধিনায়ক শুভাশিস বোস যদি খেলতে না পারেন, তা হলে আরও চাপে পড়ে যেতে পারে তারা। 


জিথিন এম.এস, নেস্টর আলবিয়াখ, গিলেরমো ফার্নান্দেজরা মাঝমাঠ থেকে মরোক্কোর রহস্যময় ফুটবলার মোহাম্মদ আলি বেমামার সরবরাহ করা বলগুলি নিয়মিত পেয়ে থাকেন। তাই প্রতিপক্ষ সম্পর্কে হোসে মোলিনার মন্তব্য, 'নর্থইস্ট খুব ভাল দল। সারা টুর্নামেন্টেই আমরা ওদের দেখেছি। ওদের ভাল উইঙ্গার আছে। তবে আমাদের ছেলেদের ওপর আমার পূর্ণ আস্থা আছে। কাল মাঠে আমাদের সেরাটাই দেব।'


গ্রুপ লিগে তিনটি ম্যাচে ১১টি গোল দিয়ে মাত্র একটি গোল হজম করে নর্থইস্ট ইউনাইটেড এফসি। ওডিশা এফসি-কে ৫-১-এ হারায় তারা। অন্যদিকে মোহনবাগান এসজি কাশ্মীরের ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে এক গোলে কষ্টার্জিত জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও ইন্ডিয়ান এয়ার ফোর্স দলকে ৬-০-য় হারায়।


তাদের ধারাবাহিক পারফরম্যান্সের কারণে স্বাভাবিক ভাবেই আত্মবিশ্বাসী নর্থইস্ট ইউনাইটেডের অধিনায়ক, স্প্যানিশ ডিফেন্ডার মিশেল জাবাকো। তিনি সাংবাদিক বৈঠকে বলেন, 'আমরা এখানে আমাদের একশো শতাংশ দিতে এবং ট্রফি জিততে এসেছি। মোহনবাগান খুব ভাল দল এবং ভাল ভাল খেলোয়াড় আছে ওদের। কিন্তু আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলব এবং আশা করি জয়ও পাব। দুই দলের হাতেই অস্ত্র আছে এবং দুর্দান্ত খেলা হতে চলেছে ফাইনালে। ম্যাচের শেষে সেরা দলটিকেই অভিনন্দন জানাবে সবাই।'


(তথ্য: আইএসএল মিডিয়া)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: লিভারপুল, ডর্টমুন্ডের বিরুদ্ধে খেলবে রিয়াল, এক নজরে চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্বের সম্পূর্ণ ড্র