নয়াদিল্লি: প্যারিসে শুরু হয়ে গিয়েছে প্যারালিম্পিক্সের (Paralympics 2024) আসর। ২২ খেলায় অংশগ্রহণ করছেন প্রতিযোগীরা। বিশেষভাবে সক্ষমদের সেরার শিরোপা ছিনিয়ে নেওয়ার লড়াইকে প্রায়শই কোনও না কোনওভাবে উদযাপন করছে গুগল। এবার তাঁদের ডুডলে (Google Doddle) জায়গা পেল উইলচেয়ার বাস্কেটবল।


শুক্রবার, ৩০ অগাস্ট গুগলের তরফে তাদের কার্টুন ডুডলের মাধ্যমে উইলচেয়ার বাস্কেটবলকে উদযাপন করা হয়। ডুডলে গুগলের সামার গেমসের এক কার্টুন পাখিকে উইলচেয়ারে বসে স্ল্যাম ডাঙ্ক করতে দেখা যায়। তবে এই ডুডলের মাধ্যমে শুধুই যে উইলচেয়ার বাস্কেটবল গেমস উদযাপন করা হয়েছে এমনটা কিন্তু নয়। তাঁর পাশাপাশি সমাজের জন্য গুরুত্বপূর্ণ একটি বার্তাও রয়েছে এই ডুডলে।


ঠিক করে লক্ষ্য করলে বোঝা যাবে ডুডলের (ল্যারি) পাখিটি যে বলটি বাস্কেটে ছুড়ছে, সেটা কিন্তু আদপে বাস্কেটবল নয়। দেখে সেটিকে আবর্জনার একটু স্তূপই মনে হচ্ছে। উপরন্তু, সাধারণ বাস্কেটেও বলটি ডাঙ্ক করা হচ্ছে না, বরং করা হচ্ছে প্য়ারিসের বিশেষত্ব গ্রিন ওয়েস্ট ডাস্টবিনে, যা গোটা শহর জুড়েই ছড়ানো রয়েছে। ২০১৬ সালে প্যারিসেই পরিবেশ বাঁচানো নিয়ে এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তাই সেই শহরে আয়োজিত এক টুর্নামেন্ট থেকেই পরিবেশকে সুস্থ, সতেজ রাখার বার্তা দেওয়াটাই স্বাভাবিক বটে।


২৯ অগাস্ট থেকে প্যারালিম্পিক্সের শুভ সূচনা হয়েছে। উইলচেয়ার বাস্কেটবল দিয়েই হয়েছে শুরু। পুরুষ ও মহিলা, দুই ভাগেই খেলা হবে এইবারের বাস্কেটবল প্রতিযোগিতা। অবশ্য অংশগ্রহণ করা দলের সংখ্যা আগের থেকে কমেছে বটে। পুরুষ ও মহিলা, উভয়ল বিভাগেই মোট আটটি করে দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। 


প্যারিস প্যারালিম্পিক্সে ভারত ইতিহাস গড়েছে। প্যারালিম্পিক্সের ইতিহাসে প্যারিসেই ভারতীয় অ্যাথলিটদের সর্বকালের সবচেয়ে বড় দল অংশ নিতে চলেছে। এবারের প্যারালিম্পিক্সে ৮৪ জন ভারতীয় অ্যাথলিটকে দেশকে পদক এনে দেওয়ার লক্ষ্যে প্যারিসে নামতে চলেছেন। ১২টি ভিন্ন ক্রীড়াবিভাগে ভারতীয় তারকারা অংশ নেবেন। পাশাপাশি ৯৫ জনের সাপোর্ট স্টাফও ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে ফ্রান্সের রাজধানীর উদ্দেশে রওনা দিয়েছেন। এদের মধ্যে ৭৭ জন কর্মকর্তা, ৯ জন মেডিক্যাল অফিসার আর ৯ জন গোটা শিবিরের কর্মকর্তা। এবার পদকের নিরিখেও ভারত ইতিহাস গড়তে পারে কি না, সেটাই দেখার বিষয়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: লিভারপুল, ডর্টমুন্ডের বিরুদ্ধে খেলবে রিয়াল, এক নজরে চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্বের সম্পূর্ণ ড্র