বার্সেলোনা: চূড়ান্ত নাটক। বছরের শুরুতে জাভি হার্নান্ডেজ় (Xavi Hernandez) জানিয়েছিলেন তিনি মরশুম শেষেই বার্সেলোনা (FC Barcelona) ছাড়বেন। তবে নাটকীয়ভাবে এপ্রিল মাসে তাঁর সিদ্ধান্তে বদল ঘটে এবং তিনি বার্সা কোচ হিসাবে থেকে যাবেন বলেই সিদ্ধান্ত হয়। কিন্তু গল্পে নয়া মোড়। মরশুম শেষে জাভিকে ছাঁটাই করছে বার্সালোনা ক্লাবই। শুক্রবার, ২৪ মে কাতালান ক্লাবের তরফে সরকারিভাবে জাভিকে অপসারণের কথা জানিয়ে দেওয়া হল।
বার্সেলোনার ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তা শুক্রবার সকালেই জাভিকে ক্লাবের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। কাতালান ক্লাব এক বিবৃতিতে জানায়, 'আজ, শুক্রবার ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তা জাভিকে জানিয়ে দিয়েছেন যে তিনি ২০২৪-২৫ সালে দলের কোচের ভূমিকায় আর থাকবেন না। এফ বার্সেলোনার তরফে জাভিকে কোচ এবং খেলোয়াড় এবং দলের অধিনায়ক হিসাবে এক অনবদ্য কেরিয়ারের জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্বের যে প্রান্তেই তিনি যান, তাঁর সাফল্যের জন্য আগাম শুভেচ্ছাও রইল।'
বার্সেলোনা এবং কোচ জাভির সাম্প্রতিক ঘটনা কোনও রুপোলি পর্দার চিত্রনাট্যের থেকে কোনও অংশে কম কিছু নয়। এ বছরের জানুয়ারি মাসে জাভি মরশুম শেষে কাতালান ক্লাবের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান। তবে দলের সাফল্যের সঙ্গে সঙ্গে পরিস্থিতিরও বদল ঘটে। দল ফলাফল পেতে শুরু করলে লাপোর্তা এবং জাভির মধ্যে কথাবার্তা হয় এবং তিনি পরের মরশুম তাঁর চুক্তি শেষ হওয়া পর্যন্ত কোচের ভূমিকায় কাজ চালিয়ে যাবেন বলেই ঠিক হয়।
তবে একাধিক রিপোর্ট অনুযায়ী সাম্প্রতিক সময়ে জাভির ক্লাবের আর্থিক পরিস্থিতি নিয়ে মন্তব্য একেবারেই ভালভাবে নেননি সভাপতি লাপোর্তা। এরপরেই সম্পর্কের অবনতি ঘটে। দলের অনুশীলন মাঠে আজ বার্সার সহ-সভাপতি রাফা, স্পোর্টস ডিরেক্টর অ্যান্ডারসন, ডেকো, জাভির উপস্থিতিতে এক বৈঠক হয়। সেখানেই জাভির অপসারণের কথা তাঁকে জানানো হয়। ৪৪ বছর বয়সি জাভির তত্ত্বাবধানে বার্সেলোনা ২০২২-২৩ মরশুমে লা লিগা এবং সুপার কোপা জেতে।
আসন্ন রবিবার সেভিয়ার বিরুদ্ধে কোচ হিসাবে জাভিকে শেষবার বার্সার ডাগআউটে দেখা যাবে। তাঁর পরিবর্তে কাতালান ক্লাবের কোচ হবেন কে? খবর অনুযায়ী প্রাক্তন বায়ার্ন মিউনিখ তথা জার্মান কোচ হান্সে ফ্লিকের কথা শোনা যাচ্ছে। তবে সেই সিদ্ধান্তে এখনও সিলমোহর পড়েনি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: মরশুম শেষেই ইতি, উয়েফা ইউরোর পরেই অবসর নিচ্ছেন টনি ক্রুস