বিশাখাপত্তনম: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ৪৮ রানে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। আর এই জয়ে ছোট্ট ভূমিকা রয়েছে অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যরও। প্রথমে ব্য়াট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৯ বোর্ডে তুলেছিল টিম ইন্ডিয়া (Team India)। যার মধ্যে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ২১ বলে ৩১ রানের একটি ক্যামিও ইনিংস রয়েছে হার্দিক পাণ্ড্যর। ৪টে বাউন্ডারির সাহায্যে করা তাঁর অপরাজিত ইনিংসটিই টিম ইন্ডিয়াকে ১৮০-র দোরগোড়ায় পৌঁছে দেয়। আর সেই ইনিংসটি দেখার পরেই একটি মজাদার ট্যুইট করেছেন ভারতের প্রাক্তন লেগস্পিনার অমিত মিশ্রা। 


কী ট্যুইট করেছেন মিশ্রা?


হার্দিকের ইনিংসটি দেখার পর অমিত মিশ্রা তাঁর ট্যুইটে লিখেছেন, ''হার্দিক খুব ভাগ্যবান যে ও এত কম জ্বালানি নিয়ে একটি ত্রুটিপূর্ণ ইঞ্জিনের সঙ্গেও এই ঝড়ের মধ্যে নিজের গন্তব্যে বিমান চালাতে পেরেছে ও সফলভাবে অবতরণ করতে পেরেছে।'' 


 






অমিত মিশ্রার এই ট্যুইটে বিভিন্নরকমভাবে মানে বের করে নিয়েছেন সমর্থকরা। কেউ লিখেছেন, হার্দিক যেভাবে লোয়ার অর্ডারকে সঙ্গে নিয়ে লড়াই করে বড় স্কোর বোর্ডে তুলে দিয়েছেন। আবার কেউ লিখেছেন জীবনদান পাওয়ার পরই হার্দিকের এই দুরন্ত ইনিংসটি এসেছে। উল্লেখ্য, তাবরেজ সামসির বলে একবার ডেভিড মিলারের হাতে ক্যাচ তুলে দিয়েছিলেন হার্দিক। কিন্তু প্রোটিয়া তারকা ক্রিকেটার সেই ক্যাচটি মিস করেন।


পাঁচ ম্যাচের সিরিজে এই মুহূর্তে ভারত ২-১ ব্যবধানে পিছিয়ে। আগামী ১৭ জুন সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে চতুর্থ টি-টোয়েন্টিতে খেলতে নামবে ২ দল।


আরও পড়ুন: দ্রুত গতির লেগব্রেক, আর তাতেই বাজিমাত চাহালের