নয়াদিল্লি: সদ্যই নিজের বর্ণময় ক্রিকেট কেরিয়ারে ইতি টেনেছেন মিতালি রাজ (Mithali Raj)। জুনেই ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন কিংবদন্তি ভারতীয় ব্যাটার। তবে মাসখানেক কাটতে না কাটতেই অবসর ভেঙে ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিয়ে রাখলেন মিতালি রাজ।


আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন?


তাহলে কী আবারও ভারতীয় জার্সিতে দেখা যাবে মিতালিকে? উত্তরটা সম্ভবত না। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন না মিতালি, বরং তিনি আসন্ন বছরে অনুষ্ঠিত হওয়া মহিলাদের আইপিএলে (Women's IPL) অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। আইসিসির নতুন পডকাস্ট '১০০% ক্রিকেট' মিতালি জানান, 'আমি ওই বিকল্পটা (আইপিএলে খেলার) খোলা রাখছি। এ ব্য়াপারে এখনও কোনও সিদ্ধান্তই নিইনি। মহিলাদের আইপিএল শুরুর হতে তো এখনও বেশ কিছু মাস বাকি রয়েছে। সত্যি বলতে মহিলাদের আইপিএলের প্রথম পর্বের অংশ হতে পারাটা কিন্তু দারুণ ব্য়াপার হবে।'


বহুদিন ধরেই মহিলাদের আইপিএল অনুষ্ঠিত করা নিয়ে জল্পনা কল্পনা চলছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে পুরুষদের পাশাপাশি মহিলাদের টি-টোয়েন্টি লিগ অনুষ্ঠিত হলেও, ভারতীয় মহিলারা আইপিএলের মতো টুর্নামেন্ট খেলার সুযোগ পান না, এই নিয়ে কম সমালোচনা হয়নি। মহিলাদের একটি টি-টোয়েন্টি চ্যালেঞ্জ অনুষ্ঠিত হয় বটে, তবে তা মাত্র তিনটি দলেই সীমাবদ্ধ এবং গুটিকয়েক ম্যাচই তাতে খেলা হয়। এবার সব ঠিকঠাক থাকলে পুরুষদের পাশাপাশি আসন্ন বছরে ধুমধাম করে মহিলাদের আইপিএলও অনুষ্ঠিত হবে। তবে এটি ছয় দলের প্রতিযোগিতা হতে চলেছে বলেই শোনা যাচ্ছে। 


শেফালির প্রশংসা


পাশাপাশি তরুণ ভারতীয় তারকা শেফালি ভার্মারও (Shafali Verma) উচ্ছ্বসিত প্রশংসা করেন ভারতের প্রাক্তন অধিনায়িকা। ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটানো শেফালির বিষয়ে মিতালি বলেন, 'আমি ওর খেলার বিরাট ভক্ত। ওর মধ্যে যে কোনও দল, যে কোনও বোলিং আক্রমণের বিরুদ্ধে একা হাতে ভারতকে ম্যাচ জেতানোর দক্ষতা রয়েছে। ওর মতো এমন একজন খেলোয়াড় হয়তো এক যুগে একটাই আসে।'


আরও পড়ুন: টি-টোয়েন্টি সিরিজ খেলতে ত্রিনিদাদে পৌঁছে গেলেন রোহিত, পন্থরা