এক্সপ্লোর
Advertisement
প্রয়াত শিবাজি বন্দ্যোপাধ্যায়, ময়দানে শোকের ছায়া
কলকাতা: প্রাক্তন জাতীয় গোলকিপার শিবাজি বন্দ্যোপাধ্যায়কে শেষ বিদায় জানাল ময়দান। সোমবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হল নিমতলা ঘাট শ্মশানে। তাঁর প্রয়ানে শোকস্তব্ধ ফুটবল দুনিয়া।
টাই-ব্রেকারের চ্যাম্পিয়ন। সাডেন ডেথের রাজা। সাডেন ডেথই কেড়ে নিল তাঁকে। রবিবার রাতে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন শিবাজী বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন জাতীয় গোলকিপার। মোহনবাগান-পোস্টের অতন্দ্র প্রহরী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৫ বছর। রেখে গেলেন স্ত্রী ও এক পুত্রকে।
সাতের দশকের শেষের দিকে বাগান গোলের নিচে নিশ্ছিদ্র নিরাপত্তার বেষ্টনী গড়েছিলেন তিনি। ৭৭-এ কসমসের বিরুদ্ধে খেলার সময় পেলের ফ্রিকিক বাঁচিয়ে লাইম-লাইটে উঠে আসা। এরপর টাই-ব্রেকার ও সাডেন-ডেথে বাগান গোলের নিচে হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। বর্তমানে মোহনবাগান টেকনিক্যাল কমিটির অন্যতম সদস্য ছিলেন।
এদিন সবুজ-মেরুন পতাকায় মুড়ে মোহনবাগান ক্লাবে আনা হয় প্রবাদ প্রতিম গোলকিপারের দেহ। তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় নিমতলাঘাট শ্মশানে। শেষ যাত্রায় সামিল প্রাক্তন থেকে বর্তমান ফুটবলারেরা। ছিলেন, চুনী গোস্বামী, অতনু ভট্টাচার্য্য থেকে সনি নর্দে, সঞ্জয় সেন এআইএফএফ-এর সহ সভাপতি সুব্রত দত্ত প্রমুখ। শিবাজির আচমকা বিদায়। শূন্য ময়দান। শোকস্তব্ধ ফুটবল জগত।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement