এক্সপ্লোর
Advertisement
পিসিবি সুযোগ দিলে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা শৌচাগারেও কাজ করতে তৈরি, কটাক্ষ তনবীর আহমেদের
করাচি: পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের কটাক্ষ করলেন অপর এক প্রাক্তন তনবীর আহমেদ। একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আমার মনে হয়, আমাদের কয়েকজন প্রাক্তন ক্রিকেটার বোর্ডে কাজের সুযোগ পাওয়ার জন্য এতটাই মরিয়া, তাঁরা শৌচাগারেও কাজ করবেন।’
২০১০ থেকে ২০১৩-র মধ্যে পাকিস্তানের হয়ে পাঁচটি টেস্ট, একটি টি-২০ এবং দু’টি একদিনের ম্যাচ খেলেছেন তনবীর। খেলা ছাড়ার পর তিনি টেলিভিশন চ্যানেলে বিশেষজ্ঞ ও ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করছেন। তিনি প্রায়ই বিতর্কিত মন্তব্য করেন। এবারও পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের সম্পর্কে এই মন্তব্য করে বিতর্কে জড়ালেন তনবীর। সোশ্যাল মিডিয়ায় তাঁর এই মন্তব্যের সমালোচনা করেছেন ক্রিকেটপ্রেমীরা।
গত বছর সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপে খেলেননি ভারতের অধিনায়ক বিরাট কোহলি। সেই সময় তাঁকে কটাক্ষ করে তনবীর দাবি করেন, ভারতের অধিনায়ক পালিয়ে গিয়েছেন। ভারতই সেই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। বিরাট সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচিত হন তনবীর। পরে পাকিস্তানের এই প্রাক্তন ক্রিকেটার স্বীকার করেন, সমালোচনার জেরে তিনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দিতে বাধ্য হন।
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তথা প্রধান নির্বাচক ইনজামাম-উল-হকের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগও করেন তনবীর। ইনজামামের ভাইপো ইমাম উল হককে জাতীয় দলে সুযোগ দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন তনবীর।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement