তেহরান: দীর্ঘ চার দশক। ইরানের ফুটবল স্টেডিয়ামে ফিরলেন মহিলা সমর্থকেরা। তৈরি হল ইতিহাস। বা বলা ভল, দীর্ঘদিন পরে পূর্ণতা পেল ইরানীয় ফুটবল।


ইরানের ফুটবলে দীর্ঘ চার দশক বাদে কার্যত ঘটে গেল বিপ্লব। বলা ভালো বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার (FIFA) চাপের কাছেই নতি স্বীকার করতে হল ইরানকে (Iran)। বা বলা ভালো, ইরানের ফুটবল সংস্থাকে কার্যত বাধ্য করা হল ফিফার তরফে। ফলে ইরানের ঘরোয়া ফুটবলে স্টেডিয়ামে ফিরে এলেন মহিলা সমর্থকরা।


ইরানের দুই স্থানীয় ফুটবল দল ইস্তেগলাল এফসি এবং সানাত মেস কেরম্যান এফসি তেহরানের আজাদি স্টেডিয়ামে খেলতে নেমেছিল। সেই ম্যাচেই তৈরি হল ইতিহাস। মাঠে গ্যালারিতে ফিরলেন মহিলা সমর্থকরা। আজাদি স্টেডিয়ামে যেন বস্তাপচা সংস্কার থেকে আজাদ হলেন ইরানের মহিলা ফুটবলপ্রেমীরা।






ম্যাচটি মাঠে বসে দেখার সুযোগ পেয়েছিলেন ৫০০ জন মহিলা ফুটবল সমর্থক। ফলে ঘরোয়া ফুটবলে গত ৪০ বছরে প্রথমবারের মতো মাঠে বসে ঘরোয়া ফুটবল ম্যাচ উপভোগ করার সুযোগ পেলেন ইরানের মহিলারা। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স এই খবর জানিয়েছে।




তবে মহিলাদের জন্য কিছু বিধিনিষেধ ছিলই। মাঠে আসা মহিলারা পুরুষ সমর্থকদের সঙ্গে একই সঙ্গে একই গেট দিয়ে স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পাননি। তাঁদের বসার জন্য গ্যালারির এক কোণে আলাদা করে ব্যবস্থা করা হয়েছিল। যদিও তাঁদের ফুটবল উন্মাদনায় ঘাটতি ছিল না।


আরও পড়ন: দলীপ ট্রফিতে মনোজদের কোচ হলেন সৌরাশিস, শুরু করে দিলেন অঙ্ক কষা


এর আগে ইরানে মহিলাদের স্টেডিয়ামে যেতে বাধা দেওয়া হত। বলা ভালো স্টেডিয়ামে বসে ম্যাচ দেখায় অলিখিত নিষেধাজ্ঞা ছিল। যদিও আনুষ্ঠানিকভাবে স্টেডিয়ামে যাওয়ার ক্ষেত্রে কোনও ধরনের নিষেধাজ্ঞা তাদের ক্ষেত্রে ছিল না। ১৯৭৯ সালে ইসলামিক রেভ্যুলেশনের পর মহিলাদের স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হতো না।


আরও পড়ুন: ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতাচ্ছেন, হার্দিক যেন ধোনির প্রতিচ্ছবি