French Open 2022: স্ট্রেট সেটে জিতে ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে নোভাক জকোভিচ
French Open 2022: গত অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) খেলতে পারেননি। মেলবোর্নে পৌঁছেছিলেন। কিন্তু করোনা টিকা না নেওয়ায় বিতর্কের মুখে পড়তে হয় নোভাককে।
প্যারিস: মাদ্রিদ ওপেনে সেমিতে হেরে গিয়েছিলেন। কিন্তু এরপর থেকে আর তাঁকে থামানো যায়নি। ইতালিয়ান ওপেন জিতেছিলেন কোনও সেট না হেরে। এবার ফরাসি ওপেনেও কোনো সেট এখনও পর্যন্ত না হেরে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন নোভাক জকোভিচ। দিয়েগো সোয়ার্ৎজোম্যানকে ৬-১, ৬-৩, ৬-৩ ব্যবধানে হারিয়ে দিলেন বিশ্বের ১ নম্বর টেনিস তারকা।
গত অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি। মেলবোর্নে পৌঁছেছিলেন। কিন্তু করোনা টিকা না নেওয়ায় বিতর্কের মুখে পড়তে হয় নোভাককে। নোভাককে নামতে দেওয়া হয়নি অস্ট্রেলিয়ান ওপেনে। নাদাল সেই টুর্নামেন্ট জিতে এই মুহূর্তে পুরুষদের গ্র্যান্ডস্লামের তালিকায় সবার ওপরে রয়েছে। তবে ফরাসি ওপেনে নাদালকে বেগ দিতে ফের চলে এসেছেন নোভাক জকোভিচ। এই নিয়ে টানা ১৩ বার লাল মাটির কোর্টে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সার্বিয়ান টেনিস তারকা।
মাদ্রিদ ওপেনের সেমিফাইনালে হারের পর থেকে টানা ৯ ম্যাচ জিতলেন জোকার। টানা ২২ টি সেট জিতলেন তিনি। সোয়ার্ৎজোম্যানের বিরুদ্ধে এই নিয়ে ৭ বারের সাক্ষাতে সাতবারই জয় ছিনিয়ে নিলেন জোকার। ২০২০ সালের এটিপি ফাইনালে প্রথমবার ২ প্লেয়ার মুখোমুখি হয়েছিলেন।
পূরব রাজা এগিয়ে রাখছেন জোকারকে
টেনিস বিশ্বের অন্যতম সেরা যুদ্ধের মঞ্চে আরও একবার আমনে সামনে হবে তাবড় তাবড় টেনিস তারকারা। আর টেনিস নিয়ে আলোচনায় উঠে আসবে ৩ অবিসংবাদিত টেনিস সম্মাট রাফায়েল নাদাল (Rafael Nadal), রজার ফেডেরার ও নোভাক জকোভিচের কথা। প্রথম জন অস্ট্রেলিয়ান ওপেন জিতে এই মুহূর্তে পুরুষদের গ্র্যান্ডস্লাম জয়ের তালিকায় সবার ওপরে। দ্বিতীয় স্থানে থাকা ফেডেরার ও তৃতীয় স্থানে থাকা জকোভিচ ২ জনেই ২০টি করে গ্র্যান্ডস্লাম জিতে এই মুহূর্তে নাদালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি জোকার। তবে আগামীতে তিনিই পুরুষদের টেনিস সর্বাধিক গ্র্যান্ডস্লামের মালিক হতে পারেন বলে মনে করেন ভারতের হয়ে ডেভিড কাপ খেলা টেনিস প্লেয়ার পূরব রাজা।