এক্সপ্লোর
Advertisement
রোঁলা গারোর নতুন রানি অস্টাপেঙ্কো
প্যারিস: একদিন আগেই ২০ পূরণ করে ২১ বছরে পা দিয়েছেন। লাটভিয়ান টেনিসের নতুন মুখ যে মাত্র ৩ বছরেই হয়ে উঠবেন টেনিস কোর্টের নতুন তারকা, সেটা ফরাসি ওপেন শুরুর আগে কেউ কল্পনাও করতে পারেননি। শনিবার রোঁলা গারোয় প্রথম সেটে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে পোড়খাওয়া রোমানিয়ান সিমোনা হালেপকে হারিয়ে মহিলা সিঙ্গলস চ্যাম্পিয়ন জেলেনা অস্টাপেঙ্কো। হয়ে উঠলেন ক্লে কোর্টের নতুন রানি।
দুই ফাইনালিস্টের মধ্যে পারিবারিকভাবে এক অদ্ভূত মিল। দুজনের বাবা-ই ছিলেন পেশাদার ফুটবলার। কেরিয়ারের শুরুতে অস্টাপেঙ্কোর নাচ ও টেনিস চলেছিল একসঙ্গে। মাত্র পাঁচ বছর বয়সে লাটভিয়ার জাতীয় বলরুম ডান্সিংয়ে অংশগ্রহণ। আর সেই বয়সেই মায়ের হাত ধরে টেনিস কোর্টে যাওয়া। ১২ বছর বয়সে পুরোপুরি টেনিসে মনঃসংযোগ। আর মাত্র ৮ বছরেই কেরিয়ারের সেরা সাফল্য।
এদিন রোঁলা গারোয় হালেপের কাছে প্রথম সেটে লড়াই করেও ৪-৬ সেটে ম্যাচ হারেন অস্টাপেঙ্কো। এরপরই শুরু ঘুরে দাঁড়ানোর লড়াই। দ্বিতীয় সেটে হালেপের সঙ্গে শুরুতে হাড্ডাহাড্ডি লড়াই। তারপর হালেপকে কোণঠাসা করে ৬-৪ ফলে দ্বিতীয় সেটে জয়। তৃতীয় সেট ছিল আরও নজর কাড়া। একসময় হালেপ এগিয়ে ছিলেন ৩-১ ফলে। সেখান থেকে স্বপ্নের কামব্যাক। ৬-৩ ফলে ম্যাচ জিতে সেট, ম্যাচ ও চ্যাম্পিয়নশিপ অস্টাপেঙ্কোর।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement