অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে জিতে ১-০ এগিয়ে যাওয়ার পর বিমানবন্দরে অপেক্ষা করছিল ভারতীয় দল। বেশিরভাগ যাত্রীই লাউঞ্জে অপেক্ষা করছিলেন। কিন্তু ভারতীয় দলের ক্রিকেটাররা বসেছিলেন মেঝেতেই।
কিন্তু ধোনি বসে না থেকে শুয়ে পড়লেন। একটু ঘুমিয়ে নিলেন।
মাহি বোঝালেন, যে কোনও জায়গাতেই ঘুমিয়ে নিতে পারেন তিনি। এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ চলাকালে দর্শকদের উপদ্রবে খেলা বন্ধ থাকার সময় মাঠেই শুয়ে পড়েছিলেন ধোনি। তখন ভারতের ইনিংস চলছিল। ক্রিজে ছিলেন ধোনি।