এক্সপ্লোর
Advertisement
এবার বড় পর্দায় হরভজন, অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ ঘটাচ্ছেন তামিল ছবিতে
হরভজনের পাশাপাশি ইরফান পাঠানও তামিল সিনেমায় আত্মপ্রকাশ ঘটাতে চলেছেন
চেন্নাই: মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে তিনি চেন্নাই সুপার কিংসে খেলেছেন। এবার দক্ষিণ ভারতের সঙ্গে আরও নিবিড় হতে চলেছে হরভজন সিংহের সম্পর্ক। দক্ষিণী ছবিতে অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ ঘটাতে চলেছেন ‘টার্বুনেটর’।
বাইশ গজ থেকে সম্পূর্ণ অন্য জগতে। বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটাতে চলেছেন ভাজ্জি। তামিল ভাষার ছবিটির নাম ‘দিক্কিলুনা’। মূল চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী সিনেমার নামী অভিনেতা সমাথনাম।
সোশ্যাল মিডিয়ায় নিজেই খবরটি জানিয়েছেন হরভজন। তিনি টুইট করেছেন, ‘তামিল সিনেমার সঙ্গে পরিচয় হল। এর জন্য গোটা দলের কাছে আমি কৃতজ্ঞ।’
সিনেমাটির পরিচালক কার্তিক যোগী। কেজেআর স্টুডিও ও সোলজার ফ্যাক্টরি মিলে সিনেমাটির প্রযোজনা করছে। সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্য নিয়ে অবশ্য এখনও বিশেষ কিছু জানা যায়নি। তবে বলা হচ্ছে শ্যুটিংয়ের কাজ দেশের পাশাপাশি দেশের বাইরেও হবে। সঙ্গীত পরিচালনা করবেন এ আর রহমান। হরভজনের স্ত্রী গীতা বসরাও অভিনেত্রী। বড় পর্দায় প্রথম হলেও, ছোট পর্দায় অবশ্য হরভজন আগেই আত্মপ্রকাশ ঘটিয়েছেন। বেশ কয়েকটি রিয়ালিটি শো-তে তিনি বিচারক হিসাবে ছিলেন। হরভজনের পাশাপাশি ইরফান পাঠানও তামিল সিনেমায় আত্মপ্রকাশ ঘটাতে চলেছেন। ‘চিয়ান বিক্রম ৫৮’ নামের তামিল ছবিতে অভিনয় করছেন ইরফান। অজয় গননমুথু সিনেমাটির নির্দেশনা করছেন।என்னை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யும் @kjr_studios,#dikkiloona @SoldiersFactory,@iamsanthanam குழுவுக்கு நன்றி.#தலைவர் #தல #தளபதி உருவாகிய பூமி.#தமிழ் வார்த்தைகளால் வார்த்திட்ட என்னை தூக்கி நிறுத்திய உறவுகளே.உங்களால் வெள்ளித்திரையில்.இந்த வளர்ச்சிக்கு காரணம் சரவணன் பாண்டியன் pic.twitter.com/W3uIkFgcg5
— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 14, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement