এক্সপ্লোর
Advertisement
ম্যাচ গড়াপেটার অভিযোগ থেকে রেহাই পেলেই জাতীয় দলে ফিরবেন শামি, খবর বিসিসিআই সূত্রে
নয়াদিল্লি: বিসিসিআই-এর চুক্তি থেকে বাদ পড়লেও, ভবিষ্যতে জাতীয় দলে ফিরতেই পারেন বাংলার পেসার মহম্মদ শামি। তাঁর বিরুদ্ধে স্ত্রী হাসিন জাহান বিবাহ-বহির্ভূত সম্পর্ক ও অত্যাচারের যে অভিযোগ করেছেন, সেটা জাতীয় দলে ফেরার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না। তবে তার আগে শামিকে ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত থাকার অভিযোগ থেকে ছাড়া পেতে হবে। বিসিসিআই-এর এক আধিকারিক এমনই জানিয়েছেন। তিনি বলেছেন, বিসিসিআই-এর দুর্নীতি-দমন শাখা শামিকে ক্লিনচিট দিলেই এই ক্রিকেটারের সঙ্গে ফের চুক্তি করা হবে।
শামির বিরুদ্ধে অত্যাচার, বিবাহ-বহির্ভূত সম্পর্ক, আলিশবা নামে এক পাকিস্তানি তরুণীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ করেছেন হাসিন। তাঁর অভিযোগের পরেই শামিকে চুক্তির আওতায় রাখেনি বিসিসিআই। এই ক্রিকেটার দাবি করেছেন, তাঁর স্ত্রী মানসিকভাবে সুস্থ নন। যদিও হাসিন পুলিশে যে অভিযোগ করেছেন, সেই তথ্য বিসিসিআই-এর দুর্নীতি-দমন শাখার কাছে পাঠিয়ে দিয়েছেন।
এই পরিস্থিতিতে বিসিসিআই-এর এক আধিকারিককে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ‘শামির বিরুদ্ধে তাঁর স্ত্রী নির্দিষ্ট কিছু অভিযোগ করেছেন। কলকাতা পুলিশ নিজেদের কাজ করছে। এটা সম্পূর্ণ তাদের বিষয়। বিসিসিআই-এ থেকে আমরা শামির ব্যক্তিগত জীবনের ভিত্তিতে তাঁর জীবিকা কেড়ে নিতে পারি না। বিসিসিআই-এর সেই ক্ষমতাও নেই।’
বিসিসিআই-এর ওই আধিকারিক বলেছেন, ‘বিসিসিআই-এর হ্যান্ডবুকে ক্রিকেটারদের আর্থিক লেনদেন সংক্রান্ত নীতির কথা বলা আছে। শামির বিরুদ্ধে মহম্মদ ভাই ও আলিশবার সঙ্গে যে আর্থিক লেনদেনের অভিযোগ করেছেন তাঁর স্ত্রী, সেটারই তদন্ত করছে দুর্নীতি-দমন শাখা। শামির বিরুদ্ধে যদি ম্যাচ গড়াপেটার অভিযোগ প্রমাণিত না হয়, তাহলে তাঁকে ফের চুক্তির আওতায় আনা হবে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement