Success Story: নুন আনতে পান্তা ফুরনো হাল সংসারে, দেশের হয়ে পদক জিতেও আঁধারেই তনুশ্রী, বর্ষারা

Howrah News: সেই আনন্দ রয়েছে বলেই ওরা আজ দেশের হয়ে পদকজয়ী। নেই অর্থ, নেই সংসারে স্বাচ্ছন্দ্য, জোটেনি কোনও সরকারী অনুদানও। তবুও হাওড়ার দেউলপুরের গণ্ডি ছাড়িয়ে ওরা দেশের হয়ে পদক জিতেছেন।

গৌতম রায়, হাওড়া: এটা পারব না, ওটা পারব না। এটা সম্ভব নয়, ওটা সম্ভব নয়। এমন অনেক সময়ই তো আমরা বলে থাকি। কিছু হলেই অজুহাতই যেন একমাত্র অবলম্বন। কিন্তু, জীবনে বেঁচে থাকার পথে হাজারো

Related Articles