Indian Hockey Team: 'আমরা ব্রোঞ্জ পেলে কটূক্তি সইতাম', কেন বারবার সোনা জিততে ব্যর্থ হকি দল? আলোচনায় বিশ্বজয়ী তারকা

Ashok Dhyanchand: ভারতীয় হকি দল কি বর্তমান বিশ্বের অন্যতম সেরা? অলিম্পিক্স সোনা জিততে কোথায় প্রয়োজন উন্নতির? এবিপি লাইভের সঙ্গে আলোচনায় দেশের বিশ্বজয়ী দলের সদস্য তথা ফাইনালের গোলদাতা অশোক ধ্যানচাঁদ।

কলকাতা: বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিরুদ্ধে একেবারে এন্ড টু এন্ড ম্যাচ। হরমনপ্রীতের (Harmanpreet Singh) গোলে এগিয়ে গিয়ে শেষ মিনিটে ২-৩ পিছিয়ে ভারতীয় দল (Indian Men's Hockey Team)। ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালাচ্ছেন

Related Articles