ধর্মশালা: ইংল্যান্ডের (IND vs ENG Test) বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। এক ম্যাচ বাকি রয়েছে সিরিজে। কিন্তু এরমধ্যেই দুটো ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছেন। এই মুহূর্তে সিরিজে সর্বাধিক রান সংগ্রাহকও মুম্বইয়ের এই তরুণ ওপেনার। এবার আইসিসি ক্রমতালিকায় (ICC Ranking) চলতি টেস্ট সিরিজ শুরুর আগে প্রথম পঞ্চাশেই ছিলেন না। ছিলেন ৬৯ নম্বরে। কিন্তু সেখান থেকেই চারটি টেস্টে আটটি ইনিংস খেলার পর ৬৫৫ রান ঝুলিতে পুরে নিয়েছেন মুম্বইকর। এই মুহূর্তে টেস্টে ব্যাটারদের ক্রমতালিকায় জয়সওয়ালের র‍্যাঙ্কিং ১২। অর্থাৎ আর মাত্র ২ ধাপ এগোলেই প্রথম দশে ঢুকে পড়বেন তরুণ বাঁহাতি ওপেনার। চলতি সিরিজে এখনও পর্যন্ত ৯৩.৯৭ গড়ে ব্যাটিং করেছেন জয়সওয়াল। হাঁকিয়েছেন দুটো দ্বিশতরান। রাঁচি টেস্টেও দ্বিতীয় ইনিংসে দুরন্ত অর্ধশতরানের ইনিংস খেলেন তিনি। আইসিসি টেস্ট ক্রমতালিকায় ব্যাটারদের মধ্যে শীর্ষে রয়েছেন জো রুট। দ্বিতীয় স্থানে আছেন স্টিভ স্মিথ। 


বোলারদের ক্রমতালিকায় বিশ্বক্রমতালিকায় ২ নম্বরে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এই টেবিলে শীর্ষে রয়েছেন ভারতেরই যশপ্রীত বুমরা। প্রথম ও দ্বিতীয় স্থানের মধ্যে পয়েন্টের ব্যবধান রয়েছে মাত্র ২১। রাঁচি টেস্টের দ্বিতীয় ইনিংসে একাই পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন অশ্বিন। ভারতের জয়েও বড় ভূমিকা নিয়েছেন তিনি। এই পয়েন্ট টেবিলে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা তৃতীয় ও প্যাট কামিন্স চতুর্থ ও জস হ্যাজেলউড পঞ্চম স্থানে রয়েছেন।


ভারত অধিনায়ক রোহিত শর্মা যদিও একধাপ পিছিয়ে গিয়েছেন টেস্টে ব্যাটারদের ক্রমতালিকায়। তিনি ১৩ নম্বরে নেমে গিয়েছেন। জয়সওয়ালের ঝুলিতে যেখানে রয়েছে ৭২৭ রেটিং পয়েন্ট। সেখানে রোহিতের ঝুলিতে রয়েছে ৭২০ পয়েন্ট। জো রুট নিজের টেস্ট কেরিয়ারের ৩২ তম শতরান হাঁকিয়েছেন কিছুদিন আগেই। যার ফলে ক্রমতালিকায় তিনি তিন নম্বর থেকে দু ধাপ এগিয়ে গিয়েছেন। যদিও দলকে জেতাতে পারেননি তিনি। 


গোটা সিরিজে না খেললেও প্রথম দশেই রয়েছেন বিরাট কোহলি। তাঁর ঝুলিতে রয়েছে ৭৪৪ রেটিং। তিনি নবম স্থানে রয়েছেন। হ্যারি ব্রুক ১০ নম্বরে রয়েছেন। চলতি টেস্ট সিরিজে ভারত ইতিমধ্যেই ৩-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে। এখনও একটি টেস্ট বাকি রয়েছে। আগামী ৭ মার্চ থেকে শুরু হতে চলেছে ধর্মশালায় সিরিজের পঞ্চম টেস্ট। 


সিরিজ হেরেছে দল, চূড়ান্ত ব্যর্থ বেয়ারস্টোর মাইলস্টোনের ম্যাচ নিয়েই বেশি মাতামাতি ইংল্যান্ডের