দুবাই: বহুদিন ধরেই টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় এক নম্বরে রয়েছেন বাবর আজম (Babar Azam)। দিন কয়েক আগেই আলোচনা চলছিল পাকিস্তান তিন ফর্ম্যাটের ব়্যাঙ্কিংয়েই এক নম্বর স্থান দখল করতে পারবেন কি না। তবে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) সুবাদে টি-টোয়েন্টিতে (ICC T20I Rankings) শীর্ষস্থান হারানো উপক্রম বাবরের।


ম্যাচ সেরা সূর্য


ওয়েস্ট ইন্জিজের বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৪৪ বলে ৭৬ রানের এক অনবদ্য ইনিংস খেলেন সূর্যকুমার। ভারতীয় মিডল অর্ডার তারকার দাপটেই মূলত ম্যাচ জিতে সিরিজে ২-১ এগিয়ে যায় ভারত। ম্যাচ সেরা নির্বাচিত হন সূর্যকুমার। এই ইনিংসের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আইসিসি ব়্যাঙ্কিংয়ে উপরের দিকে উঠে এলেন তিনি।


আইসিসির সদ্য প্রকাশিত টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় সূর্যকুমার তিন ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছেন। এখনও বাবর আজমই ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকলেও, বাবরের থেকে মাত্র দুই রেটিং পয়েন্ট পিছিয়ে রয়েছেন সূর্য। এই সিরিজের বাকি দুই ম্যাচেও যদি সূর্যর ব্যাট কথা বলে, তাহলে তিনি বাবরকে টপকে এক নম্বর স্থান দখল করে নিতেই পারেন। 


অভূতপূর্ব উন্নতি


সূর্য গত বছরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ঘটিয়েছিলেন। তারপর সদ্য ইংল্যান্ডের বিরুদ্ধে এক দুর্দান্ত শতরান এবং গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৬ রানের ইনিংসের সুবাদেই ব়্যাঙ্কিংয়ে সূর্যর এই উন্নতি ঘটেছে। চলতি সিরিজে মিডল অর্ডার থেকে ওপেনিংয়ে তাঁকে প্রমোট করা হলে প্রথম দুই ম্যাচে ব্যর্থ হন সূর্য। তাঁকে দিয়ে ওপেন করানোর যুক্তি ঘিরে প্রশ্নও উঠছিল। তবে গতকালের ইনিংসে সূর্য প্রমাণ করে দিলেন তিনি যে কোনও স্থানে খেলতেই দক্ষ।


ওপেন করতে যে তাঁর কোনও সমস্যা নেই, সেকথাও কিন্তু সাফ করে দিয়েছেন ভারতীয় মিডল অর্ডার তারকা। তিনি ম্যাচ শেষে বলেন, 'এই ভূমিকাটা আমার অচেনা নয়। আগে আইপিএলেও তো আমি ওপেন করেছি। নিজের দক্ষতার ওপর আস্থা ছিল এবং এই নতুন ভূমিকা সত্যি বলতে আমি বেশ উপভোগই করছি।' সূর্যর এই ফর্ম আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কিন্তু ভারতীয় দলের জন্য বড় সুখবর।


আরও পড়ুন: হার্দিকের এই কীর্তি দীপ্তি ছাড়া আর কোনও ভারতীয়র নেই