হায়দরাবাদ: আজ হায়দরবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের (IND vs AUS) অন্তিম ম্যাচ খেলতে নামছে ভারত (Indian Cricket Team)। এই ম্যাচে জিতলে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া সিরিজ তো জিতবেই, পাশাপাশি এক বিশ্বরেকর্ডও গড়ে ফেলবে। পাকিস্তানের এক সর্বকালীন টি-টোয়েন্টি রেকর্ড ভাঙার হাতছানি রয়েছে রোহিতদের সামনে। কী সেই রেকর্ড?


বিশ্বরেকর্ডের হাতছানি


আইসিসির বিচারে বর্তমান বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি দল ভারত। এশিয়া কাপ জিততে না পারলেও টিম ইন্ডিয়ার এই বছরে মোট ২০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্য়াচ জিতেছে। আজকের ম্যাচ জিতলেই ভারত পাকিস্তানের রেকর্ড ভেঙে এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ জয়ের রেকর্ড গড়বে। বর্তমানে যুগ্মভাবে পাকিস্তানের সঙ্গে এই রেকর্ডের মালিক ভারতীয় দল। বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল গত বছর ২০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ জিতে এই রেকর্ডটি গড়েছিলেন। এ বছরও এখনও পর্যন্ত তাঁরা সমসংখ্যক ম্যাচ জিতেছে। 


প্রসঙ্গত, পাকিস্তানও আজই ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের সিরিজের চতুর্থ ম্যাচ খেলতে নামছে। তাই আজ বাবররা জিতলে পাকিস্তানও এ বছর ২১টি ম্যাচ জিতে যাবে। তবে ভারত-অস্ট্রেলিয়া ম্য়াচের অন্তত ঘটনাখানেক পরে সেই ম্যাচ শুরু হবে। তাই অন্তত এক ঘণ্টার জন্য় এককভাবে এই রেকর্ডের কৃতিত্ব ভারতের দখলেই থাকতে পারে। আজকের ম্যাচের পরেও দুই দলই বিশ্বকাপের আগে আরও তিনটি করে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। পাকিস্তান ইংল্যান্ডের বিরুদ্ধেই বাকি তিনটি ম্যাচে নামবে। আর ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।


কোহলিকে পিছনে ফেলার সুযোগ


তাই দুই দলই পরের মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একে অপরকে ছাপিয়ে যেতে পারে। প্রসঙ্গত, আজকের ম্যাচ জিতলে রোহিত শর্মা টি-টোয়েন্টি আন্তর্জাতিকে বিরাট কোহলিকে পিছনে ফেলে ভারতের দ্বিতীয় সফলতম অধিনায়ক হয়ে যাবেন। আপাতত রোহিত ও কোহলি, উভয়েই ভারতের হয়ে নেতৃত্ব করে মোট ৩২টি টি-টোয়েন্টি জিতেছেন। এই তালিকায় অবশ্য এক নম্বরে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। তিনি ভারতীয় অধিনায়ক হিসাবে মোট ৪১টি বিশ ওভারের ম্যাচ জিতেছেন। প্রসঙ্গত, আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্যে ভারতীয় দল নিজেদের একাদশে এক বদল ঘটিয়েছে। ঋষভ পন্থের বদলে দলে ফিরেছেন তারকা ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার।


আরও পড়ুন: সিরিজ নির্ণায়ক ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত ভারতের, বাদ পড়লেন পন্থ