Ind vs Aus 4th Test: কোনও নাটক ছাড়া ড্র চতুর্থ টেস্ট, ২-১ ব্যবধানে সিরিজ জিতলেন রোহিতরা

Ahmedabad Test: প্রথম দুই টেস্ট জেতার সুবাদে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া। বর্ডার-গাওস্কর ট্রফি উঠল রোহিত শর্মার হাতে।

Continues below advertisement

আমদাবাদ: কোনও নাটক হল না। কোনও রুদ্ধশ্বাস চিত্রনাট্যও রচিত হল না আমদাবাদে। বরং ভারত-অস্ট্রেলিয়া (Ind vs Aus) চতুর্থ টেস্ট ম্যাচ শেষ হল অমীমাংসিতভাবে। প্রথম দুই টেস্ট জেতার সুবাদে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিলে টিম ইন্ডিয়া। বর্ডার-গাওস্কর ট্রফি (Border Gavaskar Trophy) উঠল রোহিত শর্মার (Rohit Sharma) হাতে।

Continues below advertisement

সোমবার চা পানের বিরতির পর ৭৮.১ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর তখন ১৭৫/২। ৬৩ রান করে ক্রিজে মার্নাস লাবুশেন। স্টিভ স্মিথ অপরাজিত ছিলেন ১০ রানে। গোল্ডেন হ্যান্ডশেক করে নেন রোহিত শর্মা ও স্মিথ। দুই অধিনায়কের সম্মতিতে ম্যাচ ড্র ঘোষণা করা হয়। তবে দুই দলের ফের মুখোমুখি সাক্ষাৎ হবে জুন মাসে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।

সোমবার ম্যাচের পঞ্চম তথা শেষ দিন চা পানের বিরতিতে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ১৫৮/২। ভারতীয় বোলারদের বিরুদ্ধে পঞ্চমদিন লড়াকু ব্যাটিং করলেন ট্র্যাভিস হেড। একটা সময় মনে হচ্ছিল তাঁর সেঞ্চুরি নিশ্চিত। কিন্তু চা পানের বিরতির ঠিক আগে অক্ষর পটেলের বলে বোল্ড হয়ে যান হেড। সেঞ্চুরি থেকে মাত্র ১০ রান দূরে দাঁড়িয়েছিলেন তখন তিনি। তবে হেড ফিরলেও প্রতিরোধ গড়ে তোলেন মার্নাস লাবুশেন। 

সোমবার মধ্যাহ্নভোজের সময়ই ইঙ্গিত ছিল যে, ম্যাচে ফয়সালা হওয়ার সম্ভাবনা কমছে। কারণ, ম্যাচের পঞ্চম দিন প্রথম সেশনে ৩০ ওভারে ৭০ রান যোগ করেছিল অস্ট্রেলিয়া। এবং মাত্র একটি উইকেট হারিয়ে। সেটিও নৈশপ্রহরী ম্যাথু কুনেমানের উইকেট। যাঁকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন আর অশ্বিন। লাঞ্চ ব্রেকে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে তুলেছিল ৭৩/১। উইকেটে সেভাবে কোনও ফাটল ধরেনি। পঞ্চম দিনও বল পড়ে দারুণভাবে ব্যাটে আসছে। অলৌকিক কিছু না হলে ম্যাচের ফয়সালা হওয়া বেশ কঠিন, সেই ইঙ্গিত ছিলই।         

ফাইনালে ভারত

কয়েকদিন আগে ইংল্যান্ডকে ১ রানে হারিয়ে টেস্ট জিতেছিলেন কেন উইলিয়ামসনরা। সোমবার শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারাল নিউজিল্যান্ড। প্রায় টি-টোয়েন্টি ক্রিকেটের ঢঙে খেলে। শেষ ওভারে ম্যাচ জেতার জন্য নিউজিল্যান্ডের দরকার ছিল ৮ রানের। বোলার ছিলেন অসিথা ফার্নান্ডো। তাঁর ওভারের শেষ বলে এক রান বাই হিসাবে দৌড়ে নেন উইলিয়ামসন। সেই সঙ্গেই ২ উইকেটে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। আর শ্রীলঙ্কা ম্যাচ হারতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের খেলা নিশ্চিত হয়ে গেল।

আরও পড়ুন: উইলিয়ামসনের সেঞ্চুরিতে রুদ্ধশ্বাস জয় নিউজিল্যান্ডের, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত

 
Continues below advertisement
Sponsored Links by Taboola