IND Vs AUS Live: বেঙ্গালুরুতে ৬ রানে জয়ী ভারত, টি-২০ সিরিজে অস্ট্রেলিয়াকে হারাল ৪-১ ব্যবধানে
India Vs Australia 5th T20 Live Updates: সিরিজের প্রথম তিন ম্যাচে রানের ফোয়ারা। অবশেষে চতুর্থ ম্যাচে যেন ব্যাট-বলের কিছুটা সামঞ্জস্যপূর্ণ লড়াই। সেই ম্যাচেই ভারত টি-২০ সিরিজ জয় নিশ্চিত করে ফেলে।
ABP Ananda Last Updated: 03 Dec 2023 10:39 PM
প্রেক্ষাপট
বেঙ্গালুরু: সিরিজের প্রথম তিন ম্যাচে রানের ফোয়ারা। অবশেষে চতুর্থ ম্যাচে যেন ব্যাট-বলের কিছুটা সামঞ্জস্যপূর্ণ লড়াই। তবে রায়পুরে সেই ম্যাচেই ভারত টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে। রবিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া...More
বেঙ্গালুরু: সিরিজের প্রথম তিন ম্যাচে রানের ফোয়ারা। অবশেষে চতুর্থ ম্যাচে যেন ব্যাট-বলের কিছুটা সামঞ্জস্যপূর্ণ লড়াই। তবে রায়পুরে সেই ম্যাচেই ভারত টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে। রবিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ তাই নিয়মরক্ষার। সেই ম্যাচে ফের চার-ছক্কার ঝড় ওঠার সম্ভাবনা।রায়পুরে ম্যাচ খেলার ৪৮ ঘণ্টার মধ্যে ফের মাঠে নামতে হচ্ছে দুই দলকেই। ভারতীয় দল এই সিরিজে কার্যত বিশ্বকাপে খেলা সমস্ত ক্রিকেটারদেরই বিশ্রাম দিয়েছে। একমাত্র সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) রয়েছেন। আর শেষ দুই ম্যাচে রয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। হার্দিক পাণ্ড্য ছিটকে যাওয়ার পর যিনি ভারতীয় দলে অন্তর্ভুক্ত হয়েছিলেন, সেউ প্রসিদ্ধ কৃষ্ণও রয়েছেন। অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার - ট্র্যাভিস হেড, তনবীর সঙ্ঘা ও ম্যাথু শর্ট বিশ্বকাপের শুরু থেকে ভারতেই রয়েছেন। বাড়ি ফেরার জন্য তাঁরা যে ছটফট করবেন, বলার অপেক্ষা রাখে না। বিশ্বজয়ের সেলিব্রেশনই তো অপূর্ণ থেকে গিয়েছে। চলতি সিরিজে এখনও পর্যন্ত ১৯ জন ক্রিকেটারকে ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়েছে অস্ট্রেলিয়া। যাতে টানা খেলার ধকল থেকে ক্রিকেটারদের রক্ষা করা যায়। রায়পুরে চতুর্থ টি-টোয়েন্টিতে তারা একসঙ্গে পাঁচটি পরিবর্তন করেছিল। তবু তা ফলপ্রসূ হয়নি। সিরিজে সমতা ফেরাতে পারেনি অস্ট্রেলিয়া। বরং ভারত ৩-১ করে ফেলেছে। অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় চিন্তা ভারতের স্পিন ফলা - রবি বিষ্ণোই ও অক্ষর পটেলকে খেলা। স্পিনারদের বিরুদ্ধে ব্যর্থতা ভোগাচ্ছে অস্ট্রেলিয়াকে।তবে বেঙ্গালুরুর পিচে সেই উদ্বেগ কিছুটা কমতে পারে অস্ট্রেলিয়ার। কারণ, চিন্নাস্বামীর পিচে স্পিনারদের জন্য দারুণ কিছু সুবিধা থাকে না। অস্ট্রেলিয়ার সান্ত্বনা হবে ম্যাচ জিতে ভারতের মাটি ছাড়া।ভারত সিরিজ জিতলেও দল হিসাবে দুর্দান্ত দাপট দেখায়নি। তবে অধিনায়র সূর্যকুমার যাদবকে স্বস্তি দেবে যে, দলের কয়েকজন ক্রিকেটার গোটা সিরিজে ব্যক্তিগত নৈপুণ্য দেখিয়েছেন। এমনকী, রায়পুরে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমে জিতেশ শর্মা ১৯ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন। রিঙ্কু সিংহ প্রত্যেক ম্যাচে পারফর্ম করছেন। দেখিয়ে দিয়েছেন, তিনি শুধু ফিনিশারই নন, তিনি ইনিংস গড়তেও জানেন।একমাত্র কাঁটা হতে পারে পেস বোলিং বিভাগ। অর্শদীপ সিংহ হোক বা মুকেশ কুমার, প্রত্যেকেই রান খরচ করছেন। তবে দীপক চাহারের প্রত্যাবর্তন ভারতীয় শিবিরকে কিছুটা চাঙ্গা করতে পারে। প্রত্যাবর্তনের ম্যাচে শুরুর স্পেলে দাগ কাটতে না পারলেও পরে গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়েছেন। শেষ ম্যাচে পেসারদের কাছে আরও ভাল পারফরম্যান্স প্রত্যাশা করে থাকবে টিম ম্যানেজমেন্ট।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
IND Vs AUS 5th T20: হাড্ডাহাড্ডি ম্যাচে জয়ী ভারত
প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ১৬০/৮। ম্যাচ জিততে হলে অস্ট্রেলিয়াকে তুলতে হতো ১৬১ রান। সেখান থেকে ম্যাচের রাশ কখনও গিয়েছে ভারতের হাতে, কখনও অস্ট্রেলিয়ার হাতে।