নয়াদিল্লি: প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন। ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল টেস্টে দুরন্ত জয় টিম ইন্ডিয়ার। চলতি সিরিজের চতুর্থ টেস্টে দুরন্ত জয়ের পর ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড  বিসিসিআই টিম ইন্ডিয়ার জয়ের উৎসব উদযাপন ও খেলোয়াড়দের প্রতিক্রিয়ার একটি ভিডিও শেয়ার করল সোশাল মিডিয়ায়।


গত ৫০ বছরের ইতিহাসে এই প্রথম ওভালে ভারত ১৫৭ রানে চূর্ণ করেছে ইংল্যান্ডকে।


বিসিসিআইয়ের শেয়ার করা ভিডিও খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের একে অপরকে আলিঙ্গন ও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যাচ্ছে। এই ভিডিও শেয়ার করে বিসিসিআই লিখেছে, ওভালে টিম ইন্ডিয়ার অসাধারণ জয়ের পর দলের ড্রেসিংরুম থেকে অদেখা দৃশ্য ও প্রতিক্রিয়ার ছবি আপনাদের সামনে।



ভিডিওতে ভারতের স্টাইলিশ ওপেনার রোহিত শর্মাকে বলতে শোনা গিয়েছে, খুব খুব খুশি। বিশেষ করে যখন কোনও বিদেশে গিয়ে ২-১ এগিয়ে গেলে, খুব খুশি তো লাগবেই। উল্লেখ্য, এই ম্যাচে দুরন্ত সেঞ্চুরি এসেছে রোহিতের ব্যাট থেকে । তাঁকেই ম্যান অফ দ্য ম্যাচ বেছে নেওয়া হয়েছে। 


IND VS ENG: ওভালে উমেশদের পারফরম্যান্সকে নিজের অধিনায়কত্বে সেরা তিনের মধ্য়ে রাখছেন কোহলি


অন্যদিকে, স্পিডস্টার উমেশ যাদব বলেছেন, আমরা জানতাম যে উইকেটে প্রাণ নেই। তাই পঞ্চম দিনে আমাদেরকে অতিরিক্ত চেষ্টা করতে হয়েছিল। আমরা সঠিক লেংথে বোলিং করার চেষ্টা করেছি। সেই সঙ্গে রান বেঁধে রাখার চেষ্টা করেছিলাম। আমরা জানতাম যে, এমন করতে পারলে উইকেট আসবেই। 
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরের পর এই প্রথম কোনও টেস্ট খেললেন উমেশ। প্রথম ইনিংসে তিন উইকেট নিয়েছিলেন তিনি। পরে দ্বিতীয় ইনিংসেও তিন উইকেট নেন তিনি। ভারতের বোলারদের মধ্যে এই টেস্টে তিনিই সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। 


IND vs ENG, 2nd Innings Highlights: বুমরা, উমেশদের দাপটে ৫০ বছর পর ফের ওভালে দুরন্ত জয় বিরাট বাহিনীর