পুণে: বেশ কিছুদিন রান পাচ্ছিলেন না। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পাঁচ ম্যাচের মধ্যে সুযোগ পেয়েছিলেন চারটিতে। তাতে তাঁর রান ছিল যথাক্রমে ১, ০, ০ ও ১৪।
শুক্রবার ফের ছন্দে দেখা গেল কে এল রাহুলকে। পুণেতে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে সেঞ্চুরি করলেন রাহুল। ১১৪ বলে ১০৮ রান করলেন কর্নাটকের তারকা। তাঁর ইনিংসে ছিল ৭টি চার ও দুটি ছক্কা।
তবে আলোচনা চলল রাহুলের সেঞ্চুরির সেলিব্রেশনকে ঘিরে। শুক্রবার সেঞ্চুরি সম্পূর্ণ হওয়ার পরই রাহুলকে দেখা গেল, হেলমেট খুলে ফেললেন। হাতে গ্লাভস। ব্যাটকে পায়ে ঠেস দিয়ে দাঁড় করিয়ে রেখে দু কানে আঙুল দিলেন রাহুল। পাশে দাঁড়িয়ে তা দেখলেন ঋষভ পন্থ। কিন্তু এরকম অদ্ভুত সেলিব্রেশনের কারণ কী?
ম্যাচের বিরতিতে সে কথা ফাঁস করলেন স্বয়ং রাহুল। ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে তিনি বললেন, 'এই সেলিব্রেশন কাউকে অসম্মান করার জন্য নয়। চারপাশে প্রচুর কথা হচ্ছিল। সেগুলোকে চুপ করাতে চেয়েছি। কিছু মানুষ থাকেই যাদের কাজই হল আপনাকে কী করে টেনে নামানো যায় সেই চেষ্টা করা। মাঝে মধ্যে তাদের উপেক্ষা করতে হয়। সেই সমস্ত কথাবার্তা বন্ধ করার জন্যই ওই সেলিব্রেশন করেছিলাম। আমি আর বিরাট যখন ব্যাট করছিলাম, তখন তিনশোর আশপাশে স্কোর করাই লক্ষ্য ছিল। সেই লক্ষ্যেই ব্যাট করছিলাম।'
৩৯ বল বাকি থাকতে ৬ উইকেটে জয়, সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড
৯ ওভারে ২ উইকেট হারিয়ে ভারতের রান তখন ৩৭। সেই সময়ে ক্রিজে আসেন রাহুল। দায়িত্ব নিয়ে সাতটি চার ও দু'টি ছয়ের সাহায্যে ১১৪ বলে ১০৮ রান করেন তিনি। একদিনের ক্রিকেটে এটি রাহুলের পঞ্চম শতরান। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ভারতের ইনিংস শেষ হয় ৩৩৬ রানে। রাহুল বলেছেন, ‘টি-টোয়েন্টি সিরিজের পর আমি চূড়ান্ত হতাশ হয়ে পড়েছিলাম। তবে কখনও সাফল্য, কখনও ব্যর্থতা তো থাকবেই। এটাই তো ক্রিকেটের নিয়ম। এ দিন কয়েকটি বল খেলার পর ছন্দ ফিরে পাই। রান পেলে আত্মবিশ্বাসও বাড়ে। আর ক্রিকেটারেরা শুধু সেটুকুই চায়।’