পুণে: সেঞ্চুরি পাননি। শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে ৭৯ বলে ৬৬ রান করে আউট হয়ে যান। যদিও ব্যাট হাতে নতুন এক মাইলফলক তৈরি করলেন বিরাট কোহলি।
প্রায় প্রতি ম্যাচেই নতুন নতুন কীর্তি গড়ছেন বিরাট। একের পর এক ব্যাটিং কীর্তি এখন জমা রয়েছে তাঁর ঝুলিতে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও বিরাট অসাধারণ দু'টি নজির গড়লেন। পুণের দ্বিতীয় একদিনের ম্যাচে ৭৯ বলে ৬৬ রান করে আউট হন কোহলি। অধিনায়কোচিত হাফসেঞ্চুরি করার পথে কোহলি অধিনায়ক হিসাবে গ্রেম স্মিথের একটি রেকর্ড পেরিয়ে গেলেন। ওয়ান ডে ক্রিকেটে অধিনায়ক হিসেবে সব চেয়ে বেশি রান করার নিরিখে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্যাপ্টেন গ্রেম স্মিথকে টপকে ৫ নম্বরে উঠে এলেন বিরাট।
গ্রেম স্মিথ অধিনায়ক হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ৫৪১৬ রান করেছেন। স্মিথকে স্পর্শ করতে কোহলির দরকার ছিল ৪১ রান, যা তিনি ইনিংসের ২৪তম ওভারেই তুলে নেন। আপাতত ক্যাপ্টেন হিসেবে ৯৪ ম্যাচে ৫৪৪২ রান রয়েছে বিরাটের ঝুলিতে। অধিনায়ক হিসেবে একদিনের ম্যাচে সবথেকে বেশি রান করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। ২৩৪টি ওয়ান ডে ম্যাচ খেলে রিকি পন্টিং করেছেন ৮৪৯৭ রান। মহেন্দ্র সিং ধোনি রয়েছেন এই তালিকায় দু'নম্বরে। ২০০টি একদিনের ম্যাচ খেলে ৬৬৪১ রান করেছেন জোড়া বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক স্টিফেন ফ্লেমিং ও শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রণতুঙ্গা।
৩৯ বল বাকি থাকতে ৬ উইকেটে জয়, সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড
শনিবার ওয়ান ডে ক্রিকেটে তিন নম্বরে ব্যাট করতে নেমে ১০ হাজার রান পূর্ণ করলেন বিরাট কোহলি। রিকি পন্টিংয়ের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এমন কৃতিত্ব অর্জন করেন বিরাট। ৩ নম্বরে ব্যাট করতে নেমে পন্টিং করেছেন ১২৬৬২ রান। তিন নম্বরে ব্যাট করে কোহলির সংগ্রহ দাঁড়াল ১০০৪৬ রান। পন্টিংয়ের রেকর্ডও যে আর বেশিদিন অক্ষত থাকবে না, সে কথা বলাই বাহুল্য।