বার্মিংহ্যাম: তিনি বল হাতে প্রতিপক্ষ ব্যাটারদের ত্রাস। সেই যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) এবার ব্যাট হাতে এক অনন্য নজির গড়লেন। ভেঙে দিলেন কিংবদন্তি ব্রায়ান লারার (Brian Lara) ১৮ বছরের পুরনো রেকর্ড।


এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় দিন ইংরেজ পেসার স্টুয়ার্ট ব্রডের (Stuart Broad) এক ওভারে ২৯ রান তুললেন বুমরা। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখনও পর্যন্ত এক ওভারে ওঠা সর্বোচ্চ রান। এর আগে ব্রায়ান লারা ছিলেন এই রেকর্ডের মালিক। ২০০৩-০৪ মরসুমে দক্ষিণ আফ্রিকার স্পিনার রবিন পিটারসেনের এক ওভারে ২৮ রান তুলেছিলেন লারা।


অস্ট্রেলিয়ার জর্জ বেইলিরও টেস্টে এক ওভারে ২৮ রান নেওয়ার রেকর্ড রয়েছে। তবে লারার চেয়ে বাউন্ডারি কম মেরেছিলেন বলে তালিকায় তিনি তৃতীয়।


ব্রডের অবশ্য দুর্গতির এখানেই শেষ নয়। তিনি ওই ওভারেই ৬ রান অতিরিক্ত হিসাবে দেন। সব মিলিয়ে ব্রডের ওই ওভারে ৩৫ রান ওঠে।


২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্রডের এক ওভারে ছয় ছক্কা মেরে বিশ্বরেকর্ড করেছিলেন যুবরাজ সিংহ। ভারতের বিরুদ্ধে ফের এক লজ্জার রেকর্ড গড়ে ফেললেন ব্রড।


শনিবার সকালে এজবাস্টনে ভারতের শুরুটা তেমন ভালো হয়নি। রবীন্দ্র জাদেজার শতরান ছাড়া ভারতীয়দের মুখে হাসি ফোটানোর মতো তেমন কিছু হয়নি। কিন্তু ইংল্যান্ড নতুন বল পাওয়ার পর ৮৪ তম ওভার ভারতীয় সমর্থকদের মুখে হাসি এনে দেয়। শুধু হাসি এনে দিয়েছে যে তা নয়, রীতিমতো উচ্ছ্বাসে ফেটে পড়েন ভারতীয় সমর্থকরা।


ভারতের ইনিংসের সেই ৮৪ তম ওভারে বল করতে আসেন ব্রড। বুমরা শর্ট বল করেন। ব্যাটের কানায় বল লেগে চার হয়ে যায়। দ্বিতীয় বলটাও শর্ট করেন ব্রড। ব্যাটার এবং উইকেটকিপারের মাথার উপর দিয়ে পাঁচ রান হয়। পরের বলটিও বুমরার ব্যাটের কানায় লাগে। এবার ছক্কা পেয়ে যান বুমরা। ক্রিজের বাইরে পা ছিল ব্রডের। ফলে নো বল ডাকা হয়। ফ্রি হিটে ফুলটস উপহার দেন ব্রড। মিড অনের ওপর দিয়ে সপাটে চার মারেন বুমরা। পরের বল আবার ব্যাটের কানায় লেগে চার হয়ে যায়। পরের বলটা ডিপ স্কোয়ার লেগের বাউন্ডারিতে পাঠিয়ে দেন বুমরা। পঞ্চম বলে ছক্কা মারেন। অর্থাৎ পাঁচটি বৈধ বলে ৩৪ রান উঠে যায়। শেষ বলটা ইয়র্কার করেন ব্রড। তাতে এক রান নেন বুমরাহ। তার ফলে সবমিলিয়ে ব্রডের ওভারে ৩৫ রান ওঠে।


আরও পড়ুন: "বাবা-মায়েদের দৃষ্টিভঙ্গি বদলেছে, পুল্লেলা গোপীচন্দের সাফল্যকেও ছাপিয়ে যাক আগামী প্রজন্ম"