IND vs ENG, Match Highlights: পন্থ-পাণ্ড্যর ব্যাটে ভর করে সিরিজ পকেটে পুরল ভারত

IND vs ENG 3rd ODI: পন্থ ও পাণ্ড্যর ১৩৩ রানের পার্টনারশিপে ভর করেই ৪৭ বল বাকি থাকতেই পাঁচ উইকেটে তৃতীয় ওয়ান ডে জিতে নেয় ভারত। সঙ্গে সঙ্গে সিরিজও নিজেদের নামে করে টিম ইন্ডিয়া।

Continues below advertisement

ম্যাঞ্চেস্টার: তৃতীয় ওয়ান ডেতে (India vs England 3rd ODI) ইংল্যান্ডকে ২৫৯ রানে বেঁধে রাখার পর ম্যাচ ও সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে ব্যাটিং করতে নেমেছিল ভারতীয় দল। রিস টপলের সৌজন্যে ফের একবার গত ম্যাচের মতো ব্যাটিং ব্যর্থতার আভাস দেখছিলেন ভারতীয় সমর্থকরা। ৩৮ রানেই শিখর ধবন, রোহিত শর্মা, বিরাট কোহলিকে হারিয়ে ফেলে ভারত।

Continues below advertisement

ফের ব্যর্থ কোহলি

এই ম্যাচেও কোহলি শুরুটা ভালই করেছিলেন, তবে ১৭ রানে আবারও অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে তিনি সাজঘরে ফেরেন। সূর্যকুমার যাদব তারপর ঋষভ পন্থের সঙ্গে জুটি বেঁধে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন। তবে দলগত ৭২ রানের মাথায় সূর্যকুমার যাদব আউট হলে তো নিশ্চিত পরাজয়ের শঙ্কা দেখা দেয়।

তবে ভারতের ত্রাতা হয় উঠেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) ও ঋষভ পন্থ (Rishabh Pant)। পঞ্চম উইকেটে ১৩৩ রান যোগ করেন দুইজনে। হার্দিক ম্যাচে বল হাতে প্রথম ইনিংসে চার উইকেটও নিয়েছিলেন। তাই এমনিতেই ব্যাট হাতে আত্মবিশ্বাসী দেখাচ্ছিল তাকে। শুরু থেকে নেমেই আগ্রাসী ভঙ্গিমায় প্রতিআক্রমণে ইংল্যান্ড বোলারদের তিনি চাপে ফেলার প্রচেষ্টা করেন।

হার্দিক আক্রমণ করলেও পন্থ শুরুটা একটু দেখেশুনেই করেন। তবে সেট হয়ে গেলে তিনিও ব্যাট চালাতে শুরু করেন। একসময় যখন মনে হচ্ছিল এই পার্টনারশিপ কার্যত ভাঙা অসম্ভব, ঠিক তখনই এক অসাধারণ ক্যাচ নিয়ে হার্দিককে ৭১ রানে ফেরান বেন স্টোকস। তবে হার্দিক আউট হয়ে গেলেও কিন্তু পন্থ নিজের কাজটা করে যান। দেখতে দেখতে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ওয়ান ডে শতরানও হাঁকিয়ে ফেলেন তিনি। কার্যত অপ্রতিরোধ্য পন্থ শতরান পার করে উইলির এক ওভারে পাঁচটি চারও মারেন। তার অপরাজিত ১২৫ রানে ভর করেই ভারত সহজে ম্যাচ জিতে নেয়।

ম্যাচ সেরা পন্থ

৪৭ বল বাকি থাকতেই. পাঁচ উইকেট হাতে রেখে ২৬০ রানের লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয় দল। এই ম্যাচ জিতে টি-টোয়েন্টির মতো ওয়ান ডে সিরিজও ২-১ ব্যবধানে নিজেদের পকেটে পুরল ভারতীয় দল। অসাধারণ শতরানের জন্য ম্যাচের সেরা হন পন্থ। তিন ম্যাচে ১০০ রান করার পাশাপাশি ছয়টি উইকেট নেওয়ায় সিরিজ সেরার পুরস্কার ওঠে পাণ্ড্যর হাতে।

আরও পড়ুন: অসামান্য শতরান পন্থের, অলরাউন্ড পারফরম্যান্স হার্দিকের, সিরিজ জিতল ভারত

Continues below advertisement
Sponsored Links by Taboola