লন্ডন: আজ মঙ্গলবার (১২ জুলাই) লন্ডনের ওভালে ভারত-ইংল্যান্ড (IND vs ENG) প্রথম ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হবে। টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর, বিশ্বচ্যাম্পিয়নদের তাদেরই ঘরের মাঠে হারিয়ে নিজেদের দক্ষতা প্রদর্শন করার লক্ষ্যেই মাঠে নামবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল।


ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিতের রেকর্ড


ইংল্যান্ডের বিরুদ্ধে বরাবরই রোহিত শর্মার (Rohit Sharma) ব্যাট কথা বলে। সব ফর্ম্যাট মিলিয়ে ৪৪-র উপর ব্যাটিং গড় তাঁর। ২০১৯ সালের বিশ্বকাপেও হাঁকিয়েছিলেন পাঁচ পাঁচটি শতরান, যা বিশ্বকাপে নজিরও বটে। নিঃসন্দেহে ইংরেজদের বিরুদ্ধে নিজের এই অনবদ্য রেকর্ড অব্যাহত রাখতে বদ্ধপরিকর হবেন রোহিত। সিরিজের প্রথম ম্যাচে সেটা করতে পারলেই রেকর্ডবুকে নাম তুলে ফেলবেন ভারতীয় অধিনায়ক।


ওভালেই সচিন তেন্ডুলকর (sachin Tendulkar), এবি ডিভিলিয়ার্সদের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস রচনা করার হাতছানি রোহিতের। কী সেই রেকর্ড? বর্তমানে সচিন, ডিভিলিয়ার্স ও সঈদ আনোয়ারের সঙ্গে যুগ্মভাবে বিদেশে নির্দিষ্ট কোনও দেশে সর্বাধিক সাত শতরান করার রেকর্ড রয়েছে রোহিতের দখলে। ‘হিটম্যান’ ইংল্যান্ডের মাটিতে সাতটি শতরান করেছেন। ডিভিসিয়ার্স ভারতে ও সচিন এবং সঈদ আনোয়ার আমিরশাহীতে সাতটি করে শতরান করেছেন। রোহিত এই ওয়ান ডে সিরিজে শতরান হাঁকালেই এককভাবে এই রেকর্ড নিজের নামে করে ফেলবেন।


ইংল্যান্ডে রোহিতের ব্যাটিং গড় ৬৬.৮, যা বিদেশের মাটিতে কোনও ব্যাটারের তৃতীয় সর্বোচ্চ। ডিভিলিয়ার্স এই তালিকার শীর্ষে। ভারতের মাটিকে প্রাক্তন দক্ষিণ আফ্রিকা তারকার গড় ৭০.৩। তারপর দ্বিতীয় স্থানে রয়েছেন কেন উইলিয়ামসন। ইংল্যান্ডে ওয়ান ডেতে তাঁর গড় ৬৯.৬। রোহিতের পরে বিদেশের মাটিতে চতুর্থ সর্বোচ্চ গড় শিখর ধবনের (Shikhar Dhawan)। তিনিও ইংল্যান্ডেই ৬৪.৭ গড়ে রান করেছেন। ঘটনাক্রমে এই সিরিজে রোহিতের সঙ্গে ওপেন করবেন শিখর।


রেকর্ড গড়ার সুযোগ রোহিত-শিখর জুটিরও


রোহিত-শিখর মিলেও এক মাইলফলক স্পর্শ করতে পারেন এই সিরিজে। রোহিত-শিখর আর ছয় রান যোগ করলেই সচিন-সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর মাত্র দ্বিতীয় ভারতীয় ওপেনিং জুটি হিসাবে ওয়ান ডে-তে পাঁচ হাজার রান যোগ করার কৃতিত্ব গড়বেন। সুতরাং, ওভালে কিন্তু অধিনায়কের পাশাপাশি ব্যাটার রোহিতের উপরও যে সকলের বিস্তর নজর থাকবে, তা বলাই বাহুল্য।  


আরও পড়ুন: 'আমি বুঝি না, কেন তাঁদের বিশেষজ্ঞ বলা হয়', বিরাটের পাশে দাঁড়িয়ে কী বললেন রোহিত?