IND vs HK T20I Score Live: ব্যর্থ হং কংয়ের লড়াই, পাকিস্তানের চাপ বাড়িয়ে সুপার ফোরে ভারত
IND vs HK Score Live: হং কংকে ৪০ রানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে রোহিত শর্মারা।
২০ ওভারে ১৫২/৫ স্কোরে আটকে গেল হং কং। ভারত জয়ী ৪০ রানে।
১৩ বলে ১৪ রান করে ফিরলেন আইজাজ খান। ১৬ ওভারের শেষে হং কংয়ের স্কোর ১০৯/৪।
৩৫ বলে ৪১ রান করে আউট হলেন বাবর হায়াত। ১১.২ ওভারে হং কং ৭৫/৩।
জাডেজার দুরন্ত থ্রোয়ে রান আউট নিজাকাত খান (১০ রান)। ৬ ওভারের শেষে হং কংয়ের স্কোর ৫১/২।
রান তাড়া করতে নেমে ২ ওভারের শেষে হং কংয়ের স্কোর ১২/১। ইয়াসিম মুর্তজাকে (৯ রান) ফেরালেন অর্শদীপ সিংহ।
হাফসেঞ্চুরি বিরাট কোহলির। ২২ বলে হাফসেঞ্চুরি সূর্যকুমার যাদবেরও। শেষ ওভারে চারটি ছক্কা-সহ ২৬ রান যোগ করল ভারত। ২০ ওভারে ভারত তুলল ১৯২/২।
ঝোড়ো ব্যাটিং সূর্যকুমারের। ১৪ বলে ২৭ রান করে ক্রিজে রয়েছেন তিনি। ৪৮ রানে অপরাজিত কোহলি। ১৭ ওভারের শেষে ভারতের স্কোর ১৩৮/২।
৩৯ বলে ৩৬ রান করে ফিরলেন কে এল রাহুল। ১৩ ওভারের শেষে ভারতের স্কোর ৯৪/২।
১১ ওভারের শেষে ভারতের স্কোর ৮০/১। রাহুল ৩২ ও কোহলি ২৩ রানে ক্রিজে।
১৩ বলে ২১ রান করে আয়ুষ শুক্লর বলে ক্যাচ দিয়ে ফিরলেন রোহিত শর্মা। পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে ভারতের স্কোর ৪৪/১।
৪ ওভারের শেষে ভারতের স্কোর ৩৩/০। ক্রিজে রোহিত শর্মা ১৭ রানে অপরাজিত ও কে এল রাহুল ১৩ রানে অপরাজিত।
সতর্ক শুরু ভারতের। প্রথম ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৫ রান।
হার্দিক পাণ্ড্যকে বিশ্রাম দিয়ে ঋষভ পন্থকে খেলাচ্ছে ভারত।
টস জিতে প্রথম ফিল্ডিং নিল হং কং। শুরুতে ব্য়াট করবে ভারত।
বুধবার এশিয়া কাপে ভারত-হং কং ম্যাচ হবে সজীব উইকেটে। যে পিচে আগে কোনও ম্যাচ খেলা হয়নি।
প্রেক্ষাপট
দুবাই: পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত ভঙ্গিমায় পাঁচ উইকেটে ম্যাচ জয়ের পর আজ হং কংয়ের (Ind vs Hong Kong) বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল (Team India)। কোয়ালিফায়ার খেলে মূলপর্বে নামার যোগ্যতা অর্জন করা হং কংয়ের বিরুদ্ধে ভারতীয় দলকে খুব কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে হয় না। আজ জিতলে অবশ্য সুপার ফোরে ভারতীয় দলের স্থান পাকা হয়ে যাবে।
তুলনামূলক দুর্বল হংকংয়ের বিরুদ্ধে ভারতীয় দলের একাদশে বেশ কিছু বদল হতেই পারে। তবে খুব বেশি বদল টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট করবে বলে মনে হয় না। তবে খাতায় কলমে হংকংকে দুর্বল প্রতিপক্ষ মনে হলেও, চার বছর আগে একই মাঠে এই দুই দলের সাক্ষাতে কিন্তু হংকং দারুণ লড়াই করেছিল এবং একটা সময় ভারতকে চাপেও ফেলে দিয়েছিল বটে। বর্তমান হংকং অধিনায়ক নিজাখাত খান ৯২ রানের ইনিংস খেলেছিলেন। শেষমেশ ভারত মাত্র ২৬ রানেই ম্যাচ জিততে পেরেছিল। তবে তা ছিল ৫০ ওভারের ম্যাচ, আজকের মতো টি-টোয়েন্টি নয়। কিন্তু অতীত থেকে অনুপ্রেরণা নিয়ে হংকং কিন্তু আজ ভারতকে আবারও চাপে ফেলতেই পারে।
ভারত ও হংকং এর আগে কখনই টি-টোয়েন্টি ফর্ম্যাটে একে অপরের মুখোমুখি হয়নি। তবে দুইটি ওয়ান ডে ম্যাচের দুইটিই জিতেছে ভারত।
মরুদেশে স্বাভাবিকভাবেই দিনের বেলায় ভীষণ গরম থাকবে। তবে রাত গড়ালে তাপমাত্র কমে ৩১ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা। বৃষ্টির বিন্দুমাত্র সম্ভাবনা নেই।
দুবাইয়ের পিচে সাধারণত নতুন বলে পেসারের হালকা মদত পান। তবে স্পিনারদের খুব বেশি সাহায্য পাওয়ার আশা নেই। টসে জিতে প্রথমে বোলিং করাই এই পিচে শ্রেয়। রান তাড়া করে দলগুলি প্রায় এই মাঠে প্রায় ৮০ শতাংশ ম্যাচ জেতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -