IND Vs PAK, T20 WC: গেল-রাসেলদের দুঃস্বপ্নের পিচেই ভারত-পাক দ্বৈরথ

শনিবার ইংরেজদের বিরুদ্ধে দুঃস্বপ্নের রাত গিয়েছে ওয়েস্ট ইন্ডিজের। ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গিয়েছিল ক্রিস গেল-আন্দ্রে রাসেল সমৃদ্ধ ব্যাটিং লাইন আপ।

Continues below advertisement

দুবাই: শনিবার ইংরেজদের বিরুদ্ধে দুঃস্বপ্নের রাত গিয়েছে ওয়েস্ট ইন্ডিজের। ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গিয়েছিল ক্রিস গেল-আন্দ্রে রাসেল সমৃদ্ধ ব্যাটিং লাইন আপ। যা লজ্জার নজিরও। কারণ, আইসিসি-র কোনও পূর্ণ সদস্যের এটাই টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন স্কোর।

Continues below advertisement

রবিবার, ঠিক ২৪ ঘণ্টা পরে সেই পিচেই ভারত-পাক মহারণ। যা শোনার পর দুই দেশের ক্রিকেট ভক্তদের মধ্যেই জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে। বলাবলি হচ্ছে, ফের কি ব্যাটিং বিপর্যয়ের রাত অপেক্ষা করে রয়েছে দুবাইয়ে?

প্রথমে ব্যাট করে লজ্জার রেকর্ড গড়েছিলেন ক্যারিবিয়ান ক্রিকেটারেরা। মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেল ক্রিস গেল, আন্দ্রে রাসেলের মতো তারকা ঠাসা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে আইসিসি-র কোনও পূর্ণ সদস্য দেশের যেটা সর্বনিম্ন স্কোর।

আরও পড়ুন: বাবর পাকিস্তানের সেরা, তবে বিরাট অনেক এগিয়ে, বলছেন প্রবল প্রতিপক্ষ আমির

টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক অইন মর্গ্যান। শুরু থেকেই বল হাতে দাপট দেখান ইংরেজ বোলাররা। একমাত্র ক্রিস গেল ছাড়া ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। ১৩ বলে ১৩ রান করে ফেরেন গেল। ১৪.২ ওভারে ৫৫ রানে অল আউট হয়ে যায় গতবারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নরা। ২.২ ওভারে মাত্র ২ রান খরচ করে ৪ উইকেট তুলে নেন আদিল রশিদ। দুটি করে উইকেট মঈন আলি ও টাইমাল মিলস। একটি করে উইকেট ক্রিস জর্ডান ও ক্রিস ওকসের।

৫৬ রান তাড়া করতে নেমে ২২ বলে ২৪ রান করে অপরাজিত রইলেন জশ বাটলার। ক্যারিবিয়ান স্পিনার আকিল হোসেন ২৪ রানে ২ উইকেট নেন। তবে লিয়াম লিভিংস্টোনের ক্যাচ ধরে চমক দেন তিনি। লিভিংস্টোনের শট বাঁদিকে অবিশ্বাস্য ক্ষিপ্রতায় শরীর শূন্যে ভাসিয়ে তালুবন্দি করেন হুসেন। ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের একমাত্র প্রাপ্তি হয়তো এই ক্যাচই।

Continues below advertisement
Sponsored Links by Taboola