কেপটাউন: শেষ ওয়ান ডে ম্যাচে যে কিছু বদল আসতে চলেছে, তার আঁচ পাওয়া গিয়েছিল আগেই। সেই মতোই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে ৪ টে বদল করল ভারতীয় দল। এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন কে এল রাহুল। সেই সময়ই একাদশে ৪টে বদলের কথা উল্লেখ করেন ভারত অধিনায়ক। শেষ ওয়ান ডে-র জন্য রবিচন্দ্রন অশ্বিন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার ও ভুবনেশ্বর কুমারকে বসানো হয়েছে। তাঁদের বদলে সুযোগ পেয়েছেন জয়ন্ত যাদব, সূর্যকুমার যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ ও দীপক চাহার। দক্ষিণ আফ্রিকা একাদশেও একটি বদল করা হয়েছে। তাবরেজ শামসিকে বসিয়ে ডিয়োয়েন প্রিটোরিয়াসকে খেলানো হয়েছে।


দক্ষিণ আফ্রিকা সফরে এখনও পর্যন্ত তিন ম্যাচে নেতৃত্ব দিয়ে জয়ের মুখ দেখতে পারেননি রাহুল। টেস্ট হারতে হয়েছে জোহানেসবার্গে। এরপর পার্লে পরপর ২টি ওয়ান ডে ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে। কিন্তু তবুও দল নিয়ে আত্মবিশ্বাসী রাহুল টসের সময় বলছেন, ''উইকেট দারুণ। বোলাররা খুব সুবিধে পাবে বলেই আশা করছি। দ্রুত কিছু উইকেট তুলে নিতে চাই আমরা। ছেলেরা সবাই তাঁদের কাজ জানে। ভীষণভাবে পেশাদার। সবার ক্রিকেটের প্রতি প্যাশন রয়েছে। আলাদা করে কাউকে কিছু বলার দরকার পড়ে না। আমরা টস জিতেছি। আশা করি খেলার শুরু থেকেই ভাল করতে পারব আমরা। ছেলেরা আমার কাজ অনেক সহজ করে দিয়েছে। দলের প্রত্যেকের প্রতি আস্থা রয়েছে আমার।''


উল্লেখ্য, এই ম্যাচের আগেই সুনীল গাওস্করের মতো ব্যক্তিত্বও একাদশে ভুবনেশ্বর কুমারের পরিবর্তে দীপক চাহারকে দেখতে চেয়েছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ''আমার মনে হয় এখন দীপক চাহারকে সুযোগ দেওয়া উচিত। ও অনেকটা ভুবির মতোই বোলার। আর তাছাড়া লোয়ার অর্ডারে ব্যাটের হাতটাও খুব ভাল। ভুবির বদলি হিসেবে তৃতীয় ওয়ান ডে ম্যাচে চাহারকেই দেখতে চাই আমি।'' 


আরো পড়ুন: অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে সানিয়া-রাজীব জুটি