কেপটাউন: সিনিয়র জাতীয় দলের কোচ হিসেবে প্রথমবার দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলেন। টেস্ট সিরিজের পর ওয়ান ডে সিরিজেও হারতে হয়েছে। বিশেষ করে ওয়ান ডে সিরিজে তো একেবারে হোয়াইটয়াশ হতে হয়েছে ৩-০ ব্যবধানে। কেপটাউনে হারের পর ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় বলছেন, দলে ভারসাম্যের অভাব ছিল। একাদশে হার্দিক পাণ্ড্য ও রবীন্দ্র জাদেজার না থাকা যে ভুগিয়েছে ভারতীয় দলকে, তা মনে করিয়ে দিলেন তিনি। 


কেপটাউনে ভারতের হারের ময়নাতদন্তে রাহুল বলেন, ''হারকে তো আর অস্বীকার করা যায় না। এই নিয়ে আমাদের ভাবতে হবে। আলোচনা করতে হবে। কিন্তু একটা দলে ভারসাম্য নষ্ট হলে অনেক সময় ফলও বিপরীত হয়। আপনারা যদি একটু ভাল করে দেখেন, তাহলেই বুঝবেন যে ওয়ান ডে ফর্ম্যাটে দল ৬ ও ৭ নম্বর পজিশনে যেই অভিজ্ঞতা দরকার ছিল ব্যাটে-বলে তা আমরা পাইনি। ২ জনই তাদের অলরাউন্ড ক্ষমতায় ম্যাচ বদলে দিতে পারেন।'' নাম না করলেও হার্দিক পাণ্ড্য ও রবীন্দ্র জাদেজার কথাই যে দ্রাবিড় বলছেন, তা বুঝতে কারো অসুবিধে হয়নি। 


শ্রেয়সদের হেডস্যার আরও বলেন, ''আমার মনে হয় যখন ২ জন প্লেয়ার ফিরে আসবে চোট সারিয়ে তখন অন্য় খেলা দেখতে পারবেন আপনারা। দলের ভারসাম্যও অনেক শক্তিশালী হবে।'' কে এল রাহুলের নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠেছে অনেক। কিন্তু তরুণ অধিনায়কের পাশেই দাঁড়াচ্ছেন দ্রাবিড়। তিনি বলেন, ''রাহুল যথেষ্ট ভাল কাজ করেছে। একটা হারের সম্মুখিন হওয়া কখনোই সহজ কাজ নয়। কিন্তু অনেক সময় ক্যাপ্টেনের সাফল্য বাকি প্লেয়ারদের পারফরম্যান্সের ওপরও নির্ভর করে। আর তাছাড়া কে এল সবেমাত্র নেতৃত্ব দেওয়া শুরু করেছে। ও এমন একজন প্লেয়ার যে রোজ শিখছে। উন্নতিও করছে। আগামীতে সাফল্য পাবে কে এল।''


আরো পড়ুন: দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়, পোলার্ডদের হারিয়ে সিরিজে সমতা ফেরালো ইংল্যান্ড