পুণে: গতির আগুন ছোটালেন তিনি। তাঁর বলের গতি যেন ভীতি তৈরি করল শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের মনে। তবে অনেক রানও খরচ করলেন উমরন মালিক (Umran Malik)। পুণেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মিশ্র অভিজ্ঞতা হল স্পিডস্টারের। ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তুলল ২০৬/৬। ৪ ওভারে ৪৮ রান খরচ করে ৩ উইকেট তুলে নিলেন উমরন।


বৃহস্পতিবার পুণেতে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক হার্দিক পাণ্ড্য। কিন্তু সেই সিদ্ধান্ত কিছুটা ব্যুমেরাং হয়ে ফিরল ভারতীয় শিবিরে। আজ পর্যন্ত দুশো বা তার বেশি রান তুলে কোনও টি-টোয়েন্টি ম্যাচ হারেনি শ্রীলঙ্কা। সেই রেকর্ড কি ভাঙতে পারবে টিম ইন্ডিয়া?


আগের ম্যাচের অন্যতম নায়ক শিবম মাভিও বল হাতে ছাপ ফেলতে পারেননি। ওয়াংখেড়েতে মাত্র ২২ রান খরচ করে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কার ব্য়াটিংকে ছিন্নভিন্ন করে দিয়েছিলেন মাভি। কিন্তু বৃহস্পতিবার পুণেতে তাঁকেও রেয়াত করেননি শ্রীলঙ্কার ব্যাটাররা। ৪ ওভারে ৫৩ রান খরচ করেন মাভি।


ভারতের বোলাররা শুরুটা খারাপ করেননি। প্রথম ওভারে বল করতে এসে মাত্র ২ রান দিয়েছিলেন হার্দিক। তবে পরের ওভারেই ১৯ রান খরচ করেন অর্শদীপ সিংহ। হর্ষল পটেলের পরিবর্তে যাঁকে এদিন খেলায় ভারতীয় দল। সেই থেকে শ্রীলঙ্কার ইনিংস থার্ড গিয়ারে চলতে শুরু করে। ৩১ বলে ৫২ রান করেন মেন্ডিস। ১৯ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন চরিথ আসালঙ্কা। ৬ নম্বরে নেমে ২২ বলে ৫৬ রানে অপরাজিত ছিলেন শনাকা।


 




ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র অক্ষর পটেল ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নিয়ে নজর কাড়েন। ২ ওভারে ১৩ রান খরচ করলেও আর বল করেননি হার্দিক।


আরও পড়ুন: ফলো অন এড়াল উত্তরাখণ্ড, তিনশোর লক্ষ্য দিয়ে জয়ের জন্য ঝাঁপানোর অঙ্ক লক্ষ্মীর