ত্রিনিদাদ: ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টিতেও (IND vs WI 1st T20) হতাশাজনকভাবে সিরিজ শুরু করল ওয়েস্ট ইন্ডিজ। ব্রায়ান লারার ক্রিকেট অ্যাকাডেমি স্টেডিয়ামে ৬৮ রানে প্রথম টি-টোয়েন্টিতে পরাজিত হয় নিকোলাস (Nicholas Pooran) পুরানের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ। 


মাঠে দর্শকদের প্রবল সমর্থন সত্ত্বেও আশানুরূপ পারফর্ম করতে না পারার আক্ষেপ শোনা গেল পুরানের গলায়। এক সময় পর পর উইকেট ফেলে ভারতকে বেশ চাপেই ফেলে দিতে সক্ষম হয়েছিল উইন্ডিজ। তবে দীনেশ কার্তিকের ঝোড়ো ইনিংসে সবটা এলোমেলো হয়ে যায়। ভারতীয় দল নির্ধারিত ২০ ওভারে ১৯০ রান তোলে। জবাবে আট উইকেটের বিনিময়ে ১২২ রানের বেশি করতে পারেনি উইন্ডিজ। সুবিধাজনক জায়গা থেকেও ভারতকে এত রান করতে দেওয়ায় বোলারদেরই বিঁধলেন পুরান। 


ব্যাটাররা ব্যর্থ


ম্যাচ শেষে পুরান বলেন, '১৮ ওভারে স্কোর ১৫০ ছিল। তারপরে বোলাররা একেবারেই পরিকল্পনা অনুযায়ী বল করেনি। আমরা তারই খেসারত দিলাম এবং সকলেই সেটা বুঝতে পারছে। ১৯০ রান তাড়া করাটা কোনওসময়ই সহজ ছিল না। আমরা শুরুটা ভাল করেছিলাম বটে, তবে ব্যাটাররা লম্বা ইনিংস খেলতে ব্যর্থ হন। আমরা যখনই ম্যাচে ফিরে আসার প্রচেষ্টা করি, তখনই উইকেট হারিয়েছি। ফলে লড়াইটাই ঠিকমতো করতে পারিনি। ১০ ওভারের মধ্যেই তো আমাদের চার উইকেট পড়ে গিয়েছিল, তারপরে আর ম্যাচ জেতা সম্ভব ছিল না।'


পরিকল্পনা


উইন্ডিজের হয়ে ম্যাচে স্পিনার আকিল হোসেন চার ওভারে মাত্র ১৪ রান খরচ করে এক উইকেট নেন। সেই জায়গায় ফাস্ট বোলারদের প্রায় সকলেই রান লুটান। তবে এই পিচে আরেক স্পিনার না খেলানোটা ভুল সিদ্ধান্ত ছিল বলে মানতে নারাজ পুরান। 'হ্যাঁ, এই ম্যাচে সত্যিই স্পিনাররা ভাল বল করেছে। তবে আমাদের পরিকল্পনা ছিল ওদের (ভারত) ১৭০ থেকে ১৮০ রানের মধ্যে সীমাবদ্ধ রাখব। দলে অতিরিক্ত একজন অলরাউন্ডার থাকায় সেই রান তাড়া করতে আমাদের সুবিধাই হত। কিন্তু রানটা একটু বেশিই ছিল।' দাবি পুরানের।


আরও পড়ুন: ঝোড়ো ইনিংসে ম্যাচ বদলে দুই বিশেষ ব্যক্তিকে কৃতজ্ঞতা জানালেন কার্তিক