CWG 2022, Cricket: ফাইনালে প্রথমে বোলিং ভারতীয় দলের, প্রথম একাদশে কারা সুযোগ পেলেন?
INDW vs AUSW: ফাইনাল টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ান অধিনায়িকা মেগ ল্য়ানিং। গতকালে নিজেদের ম্যাচ থেকে দুই দলের কেউই প্রথম একাদশে কোনও বদল করেনি।
বার্মিংহাম: গতকাল ইংল্যান্ডকে রুদ্ধশ্বাস ম্যাচে সেমিফাইনালে পরাজিত করেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। আজ কমনওয়েলথ গেমসে (CWG 2022) সোনা জয়ের লক্ষ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (INDW vs AUSW) মাঠে নামছেন হরমনপ্রীত কৌররা (Harmanpreet Kaur)।
ভাগ্য বদলের আশা
গতকাল দুই সেমিফাইনালেই বেশ লড়াই হয়। হরমনপ্রীতের নেতৃত্বাধীন ভারতীয় দল ইংল্যান্ডকে চার রানে হারিয়ে ফাইনালের জন্য নিজেদের টিকিট পাকা করে। অপরদিকে, অস্ট্রেলিয়া প্রতিবেশী নিউজিল্যান্ডকে শেষ ওভারে পাঁচ উইকেটে মাত দেয়। ফলে ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়া। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও এই দুই দলই ফাইনাল খেলেছিল। সেই ম্যাচে ভারতকে হারিয়ে খেতাব জেতেন অজিরা। এমনকী কমনওয়েলথ গেমসের প্রথম ম্যাচেও দুই দলের সাক্ষাৎ-এ জয় ছিনিয়ে অজিরা। সেই হতাশাজনক ফলের বদল ঘটাতে নিশ্চয়ই মরিয়া হয়ে মাঠে নামবেন হরমনপ্রীতরা।
টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকে একটা বদল তো অন্তত শুরুতেই হয়ে গিয়েছে। এই ম্যাচে ভারত নয়, প্রথমে ব্যাট করছেন অজিরা। যে কোনও বড় ম্যাচেই বোর্ডে রান থাকার বাড়তি একটা সুবিধা থাকে বলেই মনে করেন বিশেষজ্ঞরা। সেই মতোই আজ ফাইনাল টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ান অধিনায়িকা মেগ ল্য়ানিং। গতকালে নিজেদের ম্যাচ থেকে দুই দলের কেউই প্রথম একাদশে কোনও বদল করেনি। সেমিফাইনালে জেমাইমা রডরিগেজের হালকা চোট লাগায় তিনি শেষ ওভারে ফিল্ডিং করেননি। তাই নিয়ে ভারতীয় সমর্থকরা কিছুটা চিন্তায়ই ছিলেন। তবে এই ম্যাচে মাঠে নামছেন ভারতের ইনফর্ম মিডল অর্ডার ব্যাটার।
A look at our Playing XI for the gold medal match.
— BCCI Women (@BCCIWomen) August 7, 2022
Live - https://t.co/JnFk2doA8E #INDvAUS #B2022 pic.twitter.com/ms0PceDbTh
সোনার গুরুত্ব
সেমিফাইনাল জিতে হরমনপ্রীত স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন ভারতে মহিলা ক্রিকেটের ছবিটা বদলাতে এই সোনা জয় ভীষণই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, 'ফাইনালে জায়গা করে নেওয়াটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। আমাদের জন্য অন্য়তম সেরা একটি মঞ্চ। প্রথমবার কমনওয়েলথ গেমসে খেলছি। আমরা যদি সোনা জিতে যাই, তবে এই সোনা জয় অনেক কিছু বদলে দিতে পারে।সোনা জিতি বা না জিতি তা আমাদের হাতে নেই। কিন্তু আমরা ভাল পারফর্ম করতে চাই। নিজেদের সেরাটা দিতে চাই মাঠে।' এখন দেখার হরমনপ্রীতরা অস্ট্রেলিয়াকে কত রানের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারে।
আরও পড়ুন: অধিনায়কত্ব করছেন হার্দিক, শেষ ম্যাচে চার বদল ভারতীয় দলে