IND vs WI: অভিষেকেই বাজিমাত, নজরকাড়া ফিল্ডিংয়েও মাতালেন রবি বিষ্ণোই
IND vs WI: ওয়ান ডে সিরিজেও দলে ছিলেন। কিন্তু সুযোগ আসেনি। এবার টি-টোয়েন্টি জাতীয় দলে সুযোগেই বাজিমাত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে প্রথম একাদশে সুযোগ এসেছিল।
কলকাতা: জাতীয় দলের জার্সিতে এত তাড়াতাড়ি সুযোগ চলে আসবে, তা হয়ত নিজেও ভাবতে পারেননি রবি বিষ্ণোই। কিংবদন্তি অনিল কুম্বলের (Anil Kumble) কাছে তিনি তালিম পেয়েছেন। গত দুই মরসুমে আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে নজর কেড়েছেন। রাজস্থানের লেগস্পিনার সেই রবি বিষ্ণোই (Ravi Bishnoi) আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ করলেন। ওয়ান ডে সিরিজেও দলে ছিলেন। কিন্তু সুযোগ আসেনি। এবার টি-টোয়েন্টি জাতীয় দলে সুযোগেই বাজিমাত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে প্রথম একাদশে সুযোগ এসেছিল। বল হাতে ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছিলেন এই তরুণ লেগি। শুধু বল হাতে নয়। ফিল্ডিংয়েও নজর কাড়লেন তিনি। প্রথম ম্যাচেই ম্যাচের সেরাও হলেন।
Oh Bishy! pic.twitter.com/Skr35bHSYj
— Benaam Baadshah (@BenaamBaadshah4) February 16, 2022
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং চলছিল তখন পাওয়ার প্লে-তে। চাহালের বলে পুরান একটি লম্বা শট হাঁকান লং অনে। সেই শট দুর্দান্ত ভাবে একবারে বাউন্ডারি লাইনে তালুবন্দিও করেছিলেন বিষ্ণোই। কিন্তু তিনি ভুল করে পা দিয়ে ফেলেন বাউন্ডারি রোপের মধ্যে। ফলে ছক্কা হয়ে যায় তা। তবে বিষ্ণোইয়ের ফিল্ডিং প্রশংসিত হয়।
এরপর পুরো ম্যাচ জুড়েই বিভিন্ন সময় বিষ্ণোইয়ের ফিল্ডিং নজর কেড়েছে। ২১ বছরের এই লেগি ঝুলিতে পুরে নিয়েছেন রস্টন চেজ ও রভমন পাওয়েলের উইকেট।
এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার মাঠেই টি-টোয়েন্টিতে দুরমুশ হতে হল ওয়েস্ট ইন্ডিজকে। ক্যারিবিয়ান শিবিরকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। ভারতের সামনে জেতার জন্য ১৫৮ রানের লক্ষ্য রেখেছিল ওয়েস্ট ইন্ডিজ। ৭ বল বাকি থাকতে সেই লক্ষ্যে পৌঁছে গেল ভারত।
শুরুটা করেছিলেন রোহিত শর্মা। মাত্র ১৯ বলে ৪০ রান করেন ভারত অধিনায়ক। ৪২ বলে ৩৫ করেন ঈশাণ কিষাণ। তবে রান পাননি বিরাট কোহলি। ১৭ রান করে ফেরেন। অবিচ্ছেদ্য পঞ্চম উইকেটে ২৬ বলে ৪৮ রান যোগ করলেন সূর্যকুমার যাদব ও বেঙ্কটেশ আইয়ার। ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারাল ভারত। সূর্যকুমার ১৮ বলে ৩৪ ও বেঙ্কটেশ ১৩ বলে ২৪ রান করে অপরাজিত রইলেন।