পোর্ট অফ স্পেন: শুক্রবার (২২ জুলাই) ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভাল সাক্ষী হয়ে থাকল এক হাড্ডাহাড্ডি ম্যাচের। এদিন ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ (IND vs WI 1st ODI)। একেবারে শেষ ওভারের শেষ বল পর্যন্ত এই ম্যাচে তিনটি ফলাফলই সম্ভব। তবে শেষমেশ তিন রানে জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল।


শেষ অবধি লড়াই


টসে হেরে প্রথমে ব্যাট করে শিখর ধবনসহ ভারতের তিন টপ অর্ডার ব্যাটারের অর্ধশতরানে ভর করে টিম ইন্ডিয়া নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ৩০৮ রান তোলে। বড় রান তাড়া করতে নেমেও ওয়েস্ট ইন্ডিজ (West Indies Cricket Team) একেবারে শেষ পর্যন্ত কিন্তু হাল ছাড়েনি। তবে শেফার্ড, আকিল হোসেনের লড়াই সত্ত্বেও শেষমেশ ৩০৫ রানেই থামতে হয় উইন্ডিজকে। ম্যাচ হেরেও উইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরানের (Nicholas Pooran) দাবি, ম্যাচ শেষে অনুভূতিটা কিন্তু অনেকটা জয়ের মতো।


হেরেও জয়ের অনুভূতি


পুরান জানান, 'অনুভূতিটা অনেকটা জয়ের মতোই। আমরা ৫০ ওভার ব্যাট করেছি, লড়াই করেছি। আশা করছি পরেরবার আরও ভাল করতে পারব। বোলারদের প্রশংসা না করলেই নয়। ভাল পিচে ওরা পরিকল্পনামতো প্রতিপক্ষকে ৩১৫ রানের মধ্যে সীমাবদ্ধ রেখেছিল। পরাজয় মেনে নেওয়া সবসময়ই কঠিন, তবে এটা বাকিদের থেকে সামান্য ভিন্ন। আমাদের একে অপরের উপর ভরসা করে এগিয়ে যেতে হবে। চ্যালেঞ্জ তো আসবেই, তবে আমার মতে আমরা ঠিক দিকেই এগোচ্ছি।'


কাল, রবিবার (২৩ জুলাই) ফের একবার একই মাঠে ভারতের মুখোমুখি হবেন পুরানরা। সিরিজে টিকে থাকতে কালকের ম্যাচ জিততেই হবে ওয়েস্ট ইন্ডিজকে। তবে এই মাঠে ভারত এই নিয়ে গত ১৫ বছরে টানা ১২টি ম্যাচ জিতেছে। অপরদিকে, কুইন্স পার্ক ওভালে ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড একেবারেই ভাল নয়। সুতরাং, ওয়েস্ট ইন্ডিজের লড়াইটা শুধু ভারতের বিরুদ্ধে সিরিজে টিকে থাকার নয়, লড়াইট ইতিহাস বদলানোরও।


আরও পড়ুন: ম্যাচ জিতলেও সেঞ্চুরি মিসের হতাশা যাচ্ছে না গব্বরের