(Source: ECI/ABP News/ABP Majha)
India A vs Pakistan A Final LIVE: ২২৪ রানেই অল আউট ভারত, ১২৮ রানে ম্যাচ জিতে খেতাব জিতল পাকিস্তান 'এ'
IND A vs PAK A Emerging Asia Cup 2023 Final LIVE: অন্যদিকে পাকিস্তান দলেও প্রচুর তরুণ প্রতিভা রয়েছে। পিএসএল খেলার অভিজ্ঞতা রয়েছে অনেকর। যা ফাইনালে তাঁদের কাজে লাগবে।
LIVE
Background
এমার্জিং এশিয়া কাপের ফাইনালে আজ মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। রবিবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ২২ গজে ২ চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। মাঠে নামার আগে কিছুটা হলেও এগিয়ে রয়েছে ভারতীয় দল। কারণ গ্রুপ লিগে তারা পাকিস্তানকে একবার হারিয়ে এসেছে। বাংলাদেশের বিরুদ্ধে সেমিফাইনালে জয় ছিনিয়ে নিয়েছিল যশ ধূলের দল। প্রথমে ব্যাট করে ভারত ২১১ রানে অল আউট হয়ে যায়। রান তাড়া করতে নেমে ১৬০ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। ভারতের ২ স্পিনার নিশান্ত সিন্দু ও মানব সুথারের সামনে একেবারেই মাথা তুলে দাঁড়াতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। সেই ম্যাচে ভারত অধিনায়ক যশ ধূলের ব্য়াট থেকে এসেছিল ৬৬ রানের ইনিংস।
এর আগে ২০১৩ সালে প্রথমবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত এ। কিন্তু পরের তিনবার খেতাব ঘরে তুলতে পারেনি তারা। একবার ফাইনালে উঠেও শ্রীলঙ্কার বিরুদ্ধে হারতে হয়েছিল ভারত এ দলকে। সেই নিরিখে এবার সুযোগ রয়েছে অভিষেক শর্মা, সাই সুদর্শনদের সামনে।
টুর্নামেন্টের একমাত্র যশ ধুলরাই এখনও পর্যন্ত অপরাজিত রয়েছেন। তিন ম্যাচেই সংযুক্ত আরব আমিরশাহি 'এ', নেপাল এবং পাকিস্তান 'এ' দলের বিরুদ্ধে রান তাড়া করে ম্যাচ জেতে ভারতীয় দল।
IND A vs PAK A Live Updates: পরাজিত ভারত
ভারতের ২২৪ রানেই শেষ হয়ে গেল ভারতের ইনিংস। ১২৮ রানে জিতল পাকিস্তান।
IND A vs PAK A Live: নবম উইকেটের পতন
১১ রানে আউট হলে রাজবর্ধন হাঙ্গারগেকর। নবম উইকেট হারাল ভারত 'এ' দল। নো বল চেক করতে তৃতীয় আম্পায়ার দীর্ঘ সময় নিলেও, শেষমেশ হাঙ্গারগেকরকে আউটই দেওয়া হয়। ৩৭ ওভার শেষে ভারতের স্কোর ২১২/৯।
IND A vs PAK A Live Updates: সপ্তম উইকেটের পতন
১৩ রানে আউট হলেন হর্ষিত রানা। ১৯৪ রানে অষ্টম উইকেট হারিয়ে ফেলল ভারত। পরাজয়ের দিকে এগোচ্ছে ভারত 'এ'।
IND A vs PAK A Live: বিপাকে ভারত
ষষ্ঠ উইকেট হারিয়ে ফেলল ভারত। ৯ রানে সাজঘরে ফিরলেন ধ্রুব জুরেল। ২৯ ওভার শেষে ভারতের স্কোর ১৭৯/৬।
IND A vs PAK A Live Updates: নিশান্ত সিন্ধু আউট
চোখধাঁধানো ক্যাচ ধরলেন মুবাসির খান। ১০ রানেই সাজঘরে ফিরতে হল নিশান্ত সিন্ধুকে। ২৫ ওভার শেষে ভারতের স্কোর ১৫৭/৪। অধিনায়ক ধুল আপাতত ৩৮ রানে ব্যাট করছেন।