IND vs NZ: ''অপ্রতিরোধ্য গতিতে ছুটছে টিম ইন্ডিয়া", রোহিতদের বিরুদ্ধে মাঠের লড়াইয়ের আগে সতর্ক কেন
Kane Williamson: আগামীকালের ম্যাচের আগে এবার সতর্ক কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। চলতি বিশ্বকাপে নিজেদের জয়ের অশ্বমেধের ঘোড়া থেমে গিয়েছিল রোহিতদের বিরুদ্ধে হারের পরই।

মুম্বই: চারবছর আগের ক্ষত এখনও টাটকা। কিউয়িদের (New Zeland) বিরুদ্ধে সেমিফাইনালে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গিয়েছিল ভারতের (Indian Cricket Team)। মার্টিন গাপ্তিলের থ্রো ধোনির স্ট্যাম্প ভেঙে দেওয়ার মুহূর্তের ক্লিপিংস এখনও কাঁদায় ক্রিকেট প্রেমীদের। আরও একবার বিশ্বকাপের মঞ্চ, আরও একটা সেমিফাইনালের (Semi Final) লড়াই। আরও একবার সামনে নিউজিল্যান্ড (New Zeland)। তবে আগামীকালের ম্যাচের আগে এবার সতর্ক কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson)। চলতি বিশ্বকাপে নিজেদের জয়ের অশ্বমেধের ঘোড়া থেমে গিয়েছিল রোহিতদের বিরুদ্ধে হারের পরই।
ম্য়াচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসে নিউজিল্য়ান্ড অধিনায়ক বলেন, ''এই বিশ্বকাপে প্রত্য়েকটি দলই ভাল খেলেছে। কোনও দলকেই হালকাভাবে নেওয়া যায়নি। ভারতীয় দল তো দুর্দান্ত পারফর্ম করেছে পুরো টুর্নামেন্টে। তবে আমরা জানি যে নিজেদের দিনে আমরা যদি ভাল ক্রিকেটটা খেলতে পারি, অবশ্যই ভারতেপ বিরুদ্ধে জয়ের সুযোগ তৈরি করতে পারব।''
View this post on Instagram
ভারতের বিরুদ্ধে ম্যাচ। কতটা কঠিন চ্যালেঞ্জ? উইলিয়ামসন বলছেন, ''এটা একটা দারুণ ম্য়াচ হতে চলেছে। আয়োজক দেশের বিরুদ্ধে সেমিফাইনালের মত গুরুত্বপূর্ণ লড়াই। দারুণ উপভোগ্য ম্যাচ হবে, তেমনই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। তবে আমরা ফোকাস নষ্ট করতে চাই না। নিজেদের শক্তি সামর্থ্য অনুযায়ী খেলার চেষ্টা করব।''
এদিকে, ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও। তাঁর নেতৃত্বেই এবার টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে খেলছে ভারত। গ্রুপ লিগে টানা ৯ ম্যাচ জয়। এভার যদিও লড়াইটা একটু কঠিন। কারণ নিউজিল্য়ান্ডও এবারের টুর্নামেন্টে অন্যতম ধারাবাহিক দল। কেন উইলিয়ামসন চোট থেকে ফিরে আসার পর আরও শক্তিশালী হয়ে উঠেছে ব্ল্যাক ক্যাপসরা। হিটম্যান বলছেন, ''প্রথম ম্যাচ থেকে শেষ ম্যাচ, বিশ্বকাপের প্রত্যেক ম্যাচে চাপ থাকবেই। এটা এড়ানো যাবে না। সব বিশ্বকাপেই চাপ থাকে। এমনকী ভারতীয় ক্রিকেটার হিসেবে জন্মালে সব ম্যাচেই চাপ থাকে। সব ফরম্যাটেই। সবাই জয় আশা করে। তাই চাপ নিয়েই খেলতে হয়। ভারতের জার্সিতে যে প্রথম ম্যাচ খেলছে সেও যেমন চাপে থাকে, তেমনই যে ২৫০ ম্যাচ খেলছে তাঁরও একই চাপ।''
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
